ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন হয়েছে মাস তিনেক আগেই। ইতোমধ্যে ফুটবল ও ক্রিকেট কমিটি পূর্ণাঙ্গ হলেও দেশের অন্যতম জনপ্রিয় খেলা হকির কমিটি ছিল না। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড আজ বুধবার হকি কমিটির সম্পাদক মনোনীত করেছে। মোহামেডানের সাবেক হকি তারকা ও মোহামেডানের অন্যতম স্থায়ী সদস্য সাজেদ এএ আদেলকে হকি কমিটির সম্পাদক করা হয়েছে। 

মোহামেডানের হকি মানেই ছিল সাজেদ আদেল। দীর্ঘদিন মোহামেডানের হকি দল পরিচালনা করেছেন। সম্পাদক, চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন অনেকবার। মাঝে কয়েক বছর অবশ্য মোহামেডানের হকি থেকে দূরে ছিলেন। বাংলাদেশ হকি ফেডারেশনে মোহামেডানের কাউন্সিলরশিপও পাননি। 

পুনরায় মোহামেডানের হকি কমিটির সম্পাদক মনোনীত হয়ে সাজেদ আদেল বলেন, ‘ক্লাবের পরিচালনা পর্ষদের উপর আমি কৃতজ্ঞ। ক্রীড়াঙ্গনে আমার পরিচয় মোহামেডানের আদেল। আমার প্রতি ক্লাব আস্থায় রেখেছে। আমি হকিতে ভালো দল গড়ে মোহামেডানের ক্লাবের পরিচালনা পর্ষদ ও সমর্থকদের প্রত্যাশা পূরণ করার সর্বাত্মক চেষ্টা করব।’ 

গত কয়েক দিন যাবৎ হকি অঙ্গনে উত্তেজনা আসন্ন লিগ ও ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়ে। এই প্রসঙ্গে হকি ফেডারেশনের সহ-সভাপতি ও মোহামেডানের নব্য হকি কমিটির সম্পাদক বলেন, ‘আমাদের ক্লাব লিগ খেলার পক্ষে। আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি হকি খেলার জন্য।’

৬ মার্চ অনুষ্ঠিত মোহামেডান ক্লাবের নির্বাচনে পরিচালক পদে হেরেছিলেন তিন তারকা ক্রীড়াবিদ সালাম মুর্শেদী, কামরুন নাহার ডানা ও সাজেদ এএ আদেল। পরিচালক নির্বাচিত হতে না পারলেও ক্লাব তাকে হকির সম্পাদক করায় এক প্রকার সত্যের বিজয় হয়েছে বলে মনে করেন এই কর্মকর্তা, ‘মোহামেডান ক্লাবে আমার নির্বাচন করাটা ছিল এক প্রকার প্রতিবাদ স্বরুপ। ক্রীড়াঙ্গনের সবাই জানেন একটি পক্ষ আমাকে হারানোর চেষ্টা করেছে। বিজিত হওয়ার পরও আমাকে হকি কমিটির সম্পাদক করায় মনে করি দিন শেষে সত্যের ও প্রতিবাদের জয় হয়েছে।’ 

মোহামেডানের গঠনতন্ত্রে রয়েছে পরিচালনা পর্ষদের যে কোনো পরিচালক হবেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। সাজেদ আদেল পরিচালক না হওয়ায় চেয়ারম্যান হতে পারেননি। ক্লাবের বিভিন্ন সূত্রে জানা গেছে, গত মেয়াদে ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা মঞ্জুরুল আলম মঞ্জু এবার হকি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেতে পারেন। চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েক দিনের মধ্যে হকি কমিটি পূর্ণাঙ্গ হওয়ার কথা রয়েছে। 

মোহামেডানের পরিচালক মঞ্জুরুল আলম হকি কমিটির নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন। তিনি আগের কমিটিতে ফুটবল কমিটির চেয়ারম্যান ছিলেন। হকির দায়িত্ব তার জন্য একেবারেই নতুন। চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আলোচনার ভিত্তিতে কয়েক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

এজেড/এটি