বৃহস্পতিবার হকি লিগ কমিটির সভায় বাইলজ অনুমোদন হওয়ার কথা ছিল। বাইলজে বিদেশি খেলোয়াড় ইস্যুতে মূলত দ্বিধা-বিভক্ত ক্লাবগুলো। আজকের সভায় এই ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও হয়নি। 

আজ লিগ কমিটির ভার্চুয়াল সভা শেষে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বলেন, ‘অ্যাজাক্স ছাড়া সব ক্লাবের প্রতিনিধি উপস্থিত ছিল। আজ ইন্টারনেটে সমস্যা হচ্ছিল অনেক। মাঝে মধ্যে কথায় বিঘ্ন ঘটেছে। অনেক প্রতিনিধিই তাদের মতামত রাখলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। লকডাউন উঠলে ৫ আগস্ট বা প্রথম সপ্তাহে সশরীরে লিগ কমিটির সভা আহ্বান করা হবে।’
 
সভা সূত্রে জানা গেছে, আবাহনী, মোহামেডান, সোনালী ব্যাংকসহ কয়েকটি ক্লাব বিদেশিদের নিয়ে খেলার পক্ষে। আবার বেশ কয়েকটি ক্লাব বিদেশি খেলোয়াড় ছাড়া খেলার পক্ষে। এই বিষয় আজ সুরাহা হয়নি। আগস্টের প্রথম সপ্তাহে সশরীরে উপস্থিতিমূলক সভায় প্রয়োজনে ভোটাভুটিতে এই সিদ্ধান্ত গৃহীত হতে পারে।
 
হকি ফেডারেশনের পরিকল্পনা ছিল জুলাইয়ের শেষ সপ্তাহে ঈদের পরপর দলবদল দেওয়ার। এখনো বাইলজ ঠিক হয়নি। সেখানে লিগ মাঠে গড়ানো অনেক দূর। লিগের ভবিষ্যৎ সম্পর্কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘আজকের সভায় আমরা ক্লাবগুলোর প্রতিনিধিদের জানিয়েছি ১০ আগস্টের মধ্যে আমরা বাইলজ ও দলবদলের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করব।’ করোনা পরিস্থিতির উর্ধ্বগতিসহ সামগ্রিক প্রেক্ষাপটে লিগ মাঠে গড়াতে আরও অপেক্ষার বিষয়টি দৃশ্যমান।
 
এজেড/এমএইচ