আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার হকি লিগের কাঙ্খিত দলবদল। এর আগেই হকি লিগের শীর্ষ দুই ক্লাব মোহামেডান ও মেরিনার্স মুখোমুখি অবস্থানে। সারওয়ার মুর্শেদ শাওনকে কেন্দ্র করে মতিঝিল পাড়ার দুই ক্লাবের মধ্যে তৈরি হয়েছে গভীর সংকট। 

আজ শনিবার বিকেলে মেরিনার ইয়াংস ক্লাব প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনের বিষয়বস্তু ছিল সারওয়ার মুর্শেদ শাওনকে মোহামেডানের অপহরণ প্রসঙ্গে। সংবাদ সম্মেলনে মেরিনার ইয়াংসের সহ-সভাপতি আলমগীর কবির বলেন, ‘আমরা খুব দুঃখজনক পরিস্থিতিতে রয়েছি। আমাদের বৈধ খেলোয়াড় শাওনকে থানা থেকে মোহামেডানের হাতে তুলে দেয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে মেরিনার ইয়াংস শাওনের সঙ্গে তাদের চুক্তিপত্র এবং শাওনের বাবার সঙ্গে তাদের ক্লাব কর্মকর্তা নজরুল ইসলাম মৃধার মোবাইলের কথোপকথন শোনায়। 

মেরিনার ইয়াংসের সহ-সভাপতি আলমগীর কবির মতিঝিল থানার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন, ‘প্রথমে শাওন ডিউটি অফিসারকে সাক্ষ্য দিয়েছে সে মেরিনার্সে খেলবে। ডিউটি অফিসার আমাদের ক্লাবে যেতে বলে শাওনকে রেখে। আমরা তাদের কথামতো ক্লাবে আসি। দুই ঘন্টা পার হওয়ার পর কোনো কিছু না হওয়ায় আবার যাই। গিয়ে দেখি মোহামেডানের আরিফুল হক প্রিন্স দফায় দফায় থানায় শাওনের সঙ্গে কথা বলছে। আমাদেরকে থানার ভেতরে প্রবেশ করতে দেয়নি। কিছুক্ষণ পর আমাদের মধ্য থেকে একজন ডাকা হয়। তখন শাওনকে দিয়ে বলানো হয়েছে সে মোহামেডানে খেলবে।’

মেরিনার ইয়াংসের কর্মকর্তা বদরুল ইসলাম দীপু ফেডারেশনেরও সদস্য। মেরিনার ৩ লাখ ৮০ হাজার টাকার চুক্তিপত্র দেখিয়েছে। মোহামেডান যদি এর অধিক অর্থ দিয়ে শাওনকে দলে নেয় তাহলে ফেডারেশনের ভূমিকা এবং ফেডারেশনকে এই বিষয়ে অবহিত করা হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে দিপু বলেন, ‘আমরা আপনাদের এবং জাতির সামনে গতকালের পরিস্থিতিটি তুলে ধরলাম। সামনে দলবদল এবং শাওনের বিষয়ে আমাদের ক্লাবের অবস্থান কি হবে সেটা সামনে তুলে ধরব।’

মেরিনার ইয়াংস থেকে কয়েক মিনিটের হাটা দূরত্বের পথ মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঐতিহ্যবাহী এই ক্লাবের ডাইনিং রুমে একটি কাচ ভাঙা দেখা গেছে। ক্লাবের ডাইনিংয়ে কর্মরত এবং কর্মকর্তাদের দাবি মেরিনারের ব্যক্তিরাই কাচ ভাঙা, ডাইনিংয়ে থালাবাসন ভাঙা, ক্লাবের চালেও উঠেছিল। মোহামেডান ক্লাব এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। 

ক্লাব প্রাঙ্গনে উপস্থিত ক্লাবের অন্যতম পরিচালক জামাল রানা বলেন, ‘মেরিনার ইয়াংস আমাদের পাশর্^বর্তী ক্লাব। আমরা তাদেরকে কাছেরই মনে করতাম। গতকাল রাতে তারা যে ঘটনা ঘটিয়েছে সেটা খুবই নিন্দনীয়। অন্য ক্লাবের কর্মকর্তা, সমর্থকরা এসে হামলা করবে এটা ক্রীড়াঙ্গনের খুবই কলঙ্কজনক ঘটনা। মোহামেডানের ক্লাবের পরিচালনা পর্ষদ এই বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে।’

মোহামেডান ক্লাবে ভাঙচুর/ঢাকাপোস্ট

ভাঙচুর অভিযোগ প্রসঙ্গে মেরিনার ক্লাবের বক্তব্য, ‘আমরা কোনোভাবেই ভাঙচুরের সঙ্গে সংযুক্ত নই। আমাদের উপর মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে।’-মোহামেডান ক্লাব মেরিনারের আগমন ও কর্মকান্ডের সিসিটিভি ফুটেজ থানায় জমা দিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, মোহামেডান এই সংক্রান্ত বিষয়ে আরো তথ্যাদি সংগ্রহ করে আনুষ্ঠানিক অবস্থান জানাবে এবং আইনি পদক্ষেপ নিতে পারে। 
শাওনকে থানা থেকে মোহামেডান ক্লাবের হাতে ফিরিয়ে দেয়া হয়েছে। 

শাওনের বর্তমান অবস্থান সম্পর্কে মোহামেডান ক্লাবের পরিচালক জামাল রানা বলেন, ‘সে মোহামেডান ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়। সে এখন মুক্ত রয়েছে। দলবদলের সময় সে মোহামেডানের সঙ্গে দলবদলে অংশ নেবে।’

এজেড/এটি