‘দক্ষিণ এশিয়ায় সেরা কোনো দল আছে, বাংলাদেশে সেরা কোনো দল আছে’, ‘আবাহনী, আবাহনী’। এমন স্লোগানে হঠাৎ জমে উঠল হকি স্টেডিয়াম চত্ত্বর। প্রিমিয়ার হকি দলবদলে প্রথম দিনের পুরো আলোটা কেড়ে নিল ঢাকা আবাহনী। ১৮ জন খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করিয়েছে দেশের এই জনপ্রিয় ক্লাবটি। 

ফুটবল ও ক্রিকেটে ঢাকা আবাহনী সফল হলেও হকি লিগে আবাহনীর শিরোপা নেই অনেক দিন হলো। লিগে আবাহনীর সর্বশেষ শিরোপা ২০১৪ সালে। সেই শিরোপা অবশ্য উষা ক্রীড়া চক্রের সঙ্গে যুগ্মভাবে। এককভাবে আবাহনী লিগ চ্যাম্পিয়ন হয়েছে সর্বশেষ ২০০৩ সালে।
 
কাগজে-কলমে আবাহনী গত দুই লিগে ভালো দল গড়লেও শেষ পর্যন্ত লিগ ট্রফি পায়নি। ২০১৬ সালে ঢাকা মেরিনার্স ও উষার মধ্যে শিরোপা লড়াই হয়েছে। আর ২০১৮ সালে ঢাকা মোহামেডান ও মেরিনার্সের মধ্যে। তিন বছর পর শুরু হতে যাওয়া লিগে আবাহনীর লক্ষ্য লিগ শিরোপা।
 
১৮ জনের মধ্যে আবাহনীর হয়ে সর্বশেষ লিগে খেলেছেন সাত জন। ২০১৪ সালে সর্বশেষ লিগ চ্যাম্পিয়ন হওয়া আবাহনীতে খেলেছিলেন পুষ্কর ক্ষিসা মিমো। ২০১৮ সালে মেরিনার্সে খেলা মিমো এবার আবাহনীতে ফিরে ক্লাবকে শিরোপা উপহার দিতে চান, ‘তিন বছর পর লিগ হচ্ছে এটা আমাদের জন্য সবচেয়ে ইতিবাচক দিক। আবাহনী বেশ ভালো দল গড়েছে। আমরা মাঠে সেরাটা দিতে পারলে শিরোপা জিততে পারব।’
 
আবাহনী দলে এবার কোচ হিসেবে থাকবেন ক্লাবের সাবেক অধিনায়ক হেদায়েতুল ইসলাম রাজীব। দীর্ঘদিন আবাহনীর হয়ে কোচিং করানো মাহবুব হারুন এবার উপদেষ্টা কোচের ভূমিকায়। হারুন দল নিয়ে বলেন, ‘আমরা সেরা দল গড়ার চেষ্টা করেছি। সব পজিশনেই ভালো খেলোয়াড় নিয়েছি।’ 

ঘরোয়া প্রতিযোগিতায় বিদেশিরা পার্থক্য গড়ে দেন। তাদের নিয়ে হারুন বলেন, ‘আমরা মালয়েশিয়া, চীন, ভারত সব জায়গায় যোগাযোগ করছি। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। আন্তর্জাতিক সূচি, করোনা পরিস্থিতির মধ্যেও আমরা সেরাদের আনার চেষ্টা করব।’

আবাহনীর সঙ্গে প্রথমে কথা বলেছিলেন জাতীয় দলের তারকা খেলোয়াড় আশরাফুল। পরবর্তীতে তিনি মোহামেডানের নাম লিখিয়েছেন। মোহামেডানে আশরাফুল গেলেও সেই ক্ষতি পুষিয়ে উঠেছে আবাহনী।

আবাহনী লিগ শিরোপা পুনরুদ্ধারের জন্য হকি কমিটিতে পরিবর্তন এনেছে। আবাহনীর দীর্ঘদিনের হকি কমিটির চেয়ারম্যান ছিলেন আফজালুর রহমান সিনহা। তার মৃত্যুর পর সেই শূন্য পদে আবাহনী পরিচালনা পর্ষদ ক্লাবের পরিচালক এবং বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে কমিটির চেয়ারম্যান করেছে। যদিও মাঝে শোনা গিয়েছিল কায়সার সিনহার ছেলে ফাহিম সিনহা বাবার শূন্য পদে স্থলাষিভিক্ত হবেন।

আবাহনী দল-

আবু সাঈদ নিপ্পন(পুরনো), খোরশেদুর রহমান(পুরনো),  ফরহাদ আহমেদ শিতুল, রেজাউল করিম বাবু, নুরুজ্জামান নয়রন, বেলাল হোসেন, শফিউল আলম শিশির, শহিদুল্লাহ খোকন(পুরনো), রুম্মান সরকার(পুরনো), মোঃ নাইম উদ্দিন, হাসান জুবায়ের নিলয়, আবেদ উদ্দিন, আরশাদ হোসেন(পুরনো), মাহবুব হোসেন, পুষ্কর ক্ষিসা মিমো, মহসিন (পুরনো), আফসার উদ্দিন (পুরনো) ও মেহেরাব হোসেন সামিন। 

লিগে আবাহনীর চ্যাম্পিয়ন সাফল্যগুলো: ১৯৭৫, ১৯৭৬, ১৯৭৮, ৮১, ৮৩, ৮৯, ৯৩, ২০০২, ২০০৩, ২০০৬ (যুগ্ম), ২০১০( যুগ্ম) ও ২০১৪ (যুগ্ম)।


এজেড/এমএইচ