ব্যস্ত গুলিস্তানের এক পাশের সড়ক কয়েক মিনিটের জন্য যানজট। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের হকির দলবদলে প্রায় ৫০টি মোটর সাইকেল ও কয়েক ‘শ সমর্থক। ঝিমিয়ে পড়া হকি খানিকটা জেগে উঠেছে গত তিন দিনের দলবদলে।
 
গতকাল মেরিনার্স বাদ্যযন্ত্র, ঘোড়ার গাড়িতে করে দলবদল করেছিল। মোহামেডান আগে ঘোড়া-হাতি দিয়ে দলবদল করেছিল। এবার কিছুটা ভিন্নতা এনেছে। মোটর সাইকেলের পাশাপাশি হকি স্টেডিয়ামে কয়েকটি আতশবাজিও ফুটিয়েছে মোহামেডান। হকি স্টেডিয়ামে টার্ফ বিধায় খুব বেশি আতশবাজি হয়নি।

মোহামেডান দলবদলের প্রথম দিন ছয় জনকে কমিশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়েছিল। দুই দিন পর আজ (বুধবার) হকি ফেডারেশনে রেজিস্ট্রেশন করেছে মোহামেডান। তিন বছর আগে সর্বশেষ হকি লিগে মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে। এবারও সেই শিরোপা বজায় রাখার চ্যালেঞ্জ অধিনায়ক রাসেল মাহমুদ জিমির কণ্ঠে, ‘আমাদের দল ভালো হয়েছে। মাঠে সেরা খেলাটা খেলতে পারলে মৌসুমের দুই প্রতিযোগিতা ক্লাব কাপ ও লিগ দু’টিতেই আমরা চ্যাম্পিয়ন হতে পারি।’
 
চলতি মৌসুমে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন ডিফেন্ডার আশরাফুল ইসলাম। মোহামেডান তাকে ৯ লাখ টাকা দিচ্ছে। রাসেল মাহমুদ জিমি এই দলে থাকার পরেও তিনি সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন। পারিশ্রমিক ও নিজের চ্যালেঞ্জ সম্পর্কে আশরাফুল বলেন, ‘মোহামেডান ক্লাব আমাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। আমাকে আরও বেশি ভালো পারফরম্যান্স করতে হবে।’ 

পেনাল্টি কর্নারে দেশের সেরা স্পেশালিস্ট আশরাফুল। পেনাল্টি কর্নারের হিটে কোনো পরিবর্তন বা নতুনত্ব রয়েছে কি না এই প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘চেষ্টা ও পরিকল্পনা রয়েছে। দেখা যাক কী হয়।’

গতবারের মতো এবারও মোহামেডানের কোচ মওদুদুর রহমান শুভ। আবাহনী, মেরিনার্সের চেয়ে তুলনামূলক বিশ্লেষণ করতে গিয়ে শুভ বলেন, ‘কাগজে-কলমের হিসাব ও মাঠের খেলা এক নয়। আমরা মাঠে সেরাটা দেওয়ার জন্য দলকে প্রস্তুত করব। আশা করি মাঠে সেরাটা দিয়ে মোহামেডানের শিরোপা অক্ষুণ্ন রাখতে পারব।’ 

পাতিয়ালা থেকে কোচিং ডিগ্রি নিয়ে এসেছেন শুভ। এই কোচিং ডিগ্রি আসন্ন লিগে তাকে আরও সহায়তা করবে বলে মনে করেন, ‘হকি এখন অনেক আধুনিকতা নির্ভর। কোচিংয়েও অনেক পরিবর্তন এসেছে। এই ডিগ্রি আমার কোচিংকে আরো শাণিত করবে।’
 
ঘরোয়া ক্রীড়াঙ্গনে সফলতা নির্ভর করে বিদেশি সংগ্রহের ওপর। বিদেশি সংগ্রহ সম্পর্কে ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেন, ‘গত মৌসুমে আমাদের খেলা চার জনের সঙ্গেই আমার মূলত যোগাযোগ করছি। এদের মধ্যে একজন অলিম্পিকও খেলছে। মালয়েশিয়া থেকেও খেলোয়াড় আনার চেষ্টা চলছে।’ শাওনকে নিয়ে হকি অঙ্গন উত্তপ্ত ছিল। সেই শাওন সম্পর্কে প্রিন্স বলেন, ‘শাওন আমাদের হয়ে রেজিস্ট্রেশন করেছে।’ 

হকি কমিটির সম্পাদক আবু সায়েম শাহীন বলেন, ‘মোহামেডান সব সময় শিরোপার জন্য দল গড়ে। আমরা এবারও সেরা দল গড়েছি। আশা করি শিরোপা বজায় রাখতে পারব।’
 
এজেড/এমএইচ