আম্পায়ারিং ইস্যুতে সেমিফাইনাল বর্জন করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগ না খেলারও হুমকি দিয়েছিল। মোহামেডান সেই অবস্থান থেকে সরে এসে লিগে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। আজ (সোমবার) বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে পুরোদস্তুর অনুশীলন করেছে সাদা-কালোরা। আগামীকাল (মঙ্গলবার) লিগের উদ্বোধনী দিনে তাদের প্রথম ম্যাচ দিলকুশার সঙ্গে।

মোহামেডান গত লিগের চ্যাম্পিয়ন দল আর দিলকুশা প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে উঠেছে। মোহামেডানের ম্যাচটি বিকেল ৪টায়। দিনের প্রথম ম্যাচটি দুপুর ২টায় সদ্য ক্লাব কাপ চ্যাম্পিয়ন হওয়া মেরিনার ইয়াংসের। তাদের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। উদ্বোধনী দিনে শেষ ম্যাচে মাঠে নামবে আরেক শিরোপা প্রত্যাশী দল ঢাকা আবাহনী লিমিটেড। সন্ধ্যা ৬টায় ফ্লাডলাইটের আলোয় তারা খেলবে আজাদ স্পোর্টিংয়ের বিপক্ষে।

দেশের সম্ভাবনাময় খেলা হকি নানা সংকটে জর্জরিত। হকি খেলোয়াড়দের কাঙ্ক্ষিত প্রিমিয়ার লিগ অবশেষে আগামীকাল মাঠে গড়াচ্ছে। ২০১৮ সালে সর্বশেষ হকি লিগ হয়েছিল। এরপর ফেডারেশনের সংকট, ক্লাবগুলোর সীমাবদ্ধতা এবং করোনা পরিস্থিতির জন্য আর শীর্ষ পর্যায়ের হকি মাঠে গড়ায়নি। 

ঘরোয়া হকি ও আম্পায়ারিং নিয়ে বিতর্ক সমান্তরালভাবে চলে। লিগের আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ক্লাব কাপে আম্পায়ারিং ও ডিসিপ্লিনারি সিদ্ধান্তের প্রতিবাদে মোহামেডান ক্লাব কাপের সেমিফাইনাল খেলেনি। একজন খেলোয়াড়ের জন্য ঐতিহ্যবাহী ক্লাবের এমন অবস্থান ক্রীড়াঙ্গনে বড় প্রশ্নের জন্ম দিয়েছে। আসন্ন লিগে আম্পায়ারিং নিয়ে আর কত সমস্যার উদ্রেক হয় সেটাই দেখার বিষয়। 

আজ হকি লিগ শুরুর আগ বিভিন্ন বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ হকি ফেডারেশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাহমুদুল মুদাচ্ছির। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, লীগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না, কোষাধ্যক্ষ হাজী মো: হুমায়ুন ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এজেড