প্রিমিয়ার লিগ শুরুর ঠিক আগে ইতিহাসে প্রথমবারের মতো ক্লাব কাপ জিতে নিজেদের আগমনী বার্তা জানান দিয়ে রেখেছিল মেরিনার ইয়াংস ক্লাব। প্রিমিয়ার হকিতেও রীতিমতো অদম্য দলটি, এবার তাদের শিকার সোনালী ব্যাংক। দিনের অন্য ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবও তুলে নিয়েছে জয়।

রোববার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে মেরিনার্স ৫-২ গোলে হারায় সোনালী ব্যাংককে। জয়ী দলের মামুনুর রহমান চয়ন দু’টি, রোহান সাব্বির, ফজলে হোসেন বাদশা ও সুখজিত সিং একটি করে গোল করেন। সোনালী ব্যাংকের হয়ে জুলহা মিজান ও সুরিয়া দু’গোল শোধ দেন। 

দিনের অন্য ম্যাচে অ্যাজাক্স ৪-১ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিংকে। জয়ী দলের ওবায়দুল হোসেন জয় দু’টি এবং অংকিত ওয়ালিয়া ও রামিম হোসেন একটি করে গোল করেন। আজাদের হয়ে এক গোল শোধ দেন আবদুল্লাহ আল মনসুর।

এজেড/এনইউ