এশিয়ান হকির শ্রেষ্ঠত্বে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ কারা
হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফিকশ্চার চূড়ান্ত করেছে এশিয়ান হকি ফেডারেশন। ছয়টি দেশ অংশ নিচ্ছে টুর্নামেন্টে । কুয়ালালামপুরে বৃহস্পতিবার টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।
১৪ ডিসেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। পরের দিন জিমিদের ম্যাচ ভারতের বিপক্ষে। বিজয় দিবসের দিন বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ওই দিন খেলবে বিশ্ব হকির দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ১৭ ডিসেম্বর বাংলাদেশের খেলা নেই। ১৮ ডিসেম্বর জাপান এবং ১৯ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ।
বিজ্ঞাপন
রাউন্ড রবিন লিগের শীর্ষ দুই পয়েন্টধারী দল ২১ ডিসেম্বর সেমিফাইনাল খেলবে। ওই দিনই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ২২ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল।
প্রিমিয়ার লিগ শেষে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে। জাতীয় দলের কোচ মাহবুব হারুন দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন। জিমিদের কে কোচিং করাবেন সেটি শিগগিরই ঠিক করবে ফেডারেশন।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ