ভিভিআইপি মুভমেন্টের জন্য আজ (বুধবার) রাজধানীর অনেক সড়কে জ্যাম। ওই জ্যাম ঠেলে সুদূর বিকেএসপি থেকে পল্টনের মওলানা ভাসানী স্টেডিয়ামে আশরাফুল-জিমিদের খেলা দেখতে এসেছিলেন বিকেএসপির হকি বিভাগের শিক্ষার্থীরা। জাতীয় হকি দলের প্রায় সব খেলোয়াড়ই বিকেএসপি’র। জিমি-আশরাফুলরা অনুজদের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ উপহার দিতে পারেননি।
 
ভারতের বিরুদ্ধে বাংলাদেশের হার অনুমেয়ই ছিল। সেই হার যে ০-৯ গোলের হবে সেটা ভাবেননি বাংলাদেশের অধিনায়ক আশরাফুল ইসলামও। ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে জিমিরা হেরেছিলেন ০-৭ গোলে। চার বছর পর প্রতিবেশি দেশের সঙ্গে ফিরতি ম্যাচে পরাজয়ের ব্যবধান আরো বেড়েছে।

ভারতের সঙ্গে পরাজয়ের এই ব্যবধানে দেশের হকির মান সম্পর্কে অধিনায়কের বক্তব্য, ‘আসলে আমাদের মান স্থিতিশীল রয়েছে আর ভারত অনেক উন্নতি করেছে। এর প্রমাণ তারা অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছে।’ আজকের নয় গোলে হারের ব্যাখ্যাও দিতে চাইলেন আশরাফুল, ‘এ প্রতিযোগিতার প্রস্তুতির জন্য আমারা খুব বেশি সময় পাইনি। ভারত ভালো দল। সবদিক থেকেই তারা আমাদের চেয়ে গোছালো।’ নিজেদের ভুলে পরাজয়ের ব্যবধান আরো বেড়েছে বলে ধারণা তার, ‘আমাদের ভুলের কারণে কয়েকটা গোল বেশি হয়েছে। ভুলগুলো না হলে আমরা ২-৩ গোল কম হজম করতে পারতাম।’

অন্য দিকে ভারত আজ বড় জয়ের জন্য মরিয়া ছিল। উদ্বোধনী ম্যাচে তারা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ড্র করেছিল। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ দিলপ্রিত সিং বলেন, ‘প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যে কৌশলে খেলেছি, তা বাংলাদেশের বিপক্ষেও তা অপরিবর্তিত ছিল।’ বাংলাদেশ সম্পর্কে তার বক্তব্য, ‘বাংলাদেশ ভালো দল কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেকদিন পর আন্তর্জাতিক ম্যাচ না খেলার কারণে তাদের মাঝে জড়তা ছিল। শুরুর দিকে আমরা পেনাল্টি কর্নার থেকে গোল করতে পারিনি। এক পর্যায়ে কোচ তার কৌশল পরিবর্তন করেন। তাতেই কাজ হয়েছে।’ 

এজেড/এমএইচ