বিশ্ব হকির এক সময়ের শীর্ষ দুই দল ভারত ও পাকিস্তান। ভারত তাদের সেই অবস্থান বজায় রাখলেও পাকিস্তান পারেনি। তারা সেই অবস্থান না থাকলেও বাংলাদেশের হকিপ্রেমীদের কাছে পাকিস্তান-ভারত ম্যাচ মানে বাড়তি উত্তেজনা। আগামীকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। 

ঢাকায় সর্বশেষ দুই দলের লড়াই হয়েছিল ২০১৭ সালে। এশিয়া কাপে সেই লড়াইয়ে ভারত জিতেছিল। এবার চার বছর পর ভিন্ন টুর্নামেন্টের লড়াই। 

ভারত স্বাগতিক বাংলাদেশকে ৯-০ গোলে হারিয়ে বেশ ফুরফুরে। দলটির কোচ গ্রাহাম রিড বলেন, ‘আমাদের কাছে আর অন্যদশটা ম্যাচের মতোই একটা ম্যাচ। এটাই তো আমাদের কাজ। এটাই আমাদের  পেশা। এটা আমরা স্বীকার করি যে এই ম্যাচের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা কাজ করছে। এবং তা সত্ত্বেও আমাদের কাজ আমাদের করতে হবে।’

পাকিস্তান সম্পর্কে তার মূল্যায়ন, ‘এখানে যে প্রতিপক্ষরা খেলছে তাদের কেউই খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি। ১/২ ম্যাচ খেলা খুব একটা বেশি কিছু নয়। তবে আমি এইটুকু বলতে পারি যে পাকিস্তান হকির একটা দারুণ অতীত রয়েছে। আমরা মনে করি যে পাকিস্তান টিম তাদের সেরাটা দিয়েই আমাদের সাথে খেলবে। এইটুকু আমরা নিশ্চিত ভাবেই জানি।’ 

কোচের সুরে সুর মিলিয়ে ভারতীর অধিনায়ক মানপ্রিত সিং বলেন, ‘এখানে কোন প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই। সকল দলই এখানে এসেছে তাদের সেরাটা দিতে। পাকিস্তান দল ক্যাম্পে অনেক ভালো প্রস্তুতি নিয়েছে। সুতরাং এটা খুব একটা সহজ কিছু হতে যাচ্ছে না আমাদের জন্য। আমরাও সেই মতই আমাদের সেরাটাই দিতে চাই এখানে।’

পাকিস্তানের অধিনায়ক ওমর ভুট্টা বলেন, ‘এটা আর অন্য যেনো ম্যাচের মতই। যখন আমরা কোনও ম্যাচ খেলি সেখানে প্রতিপক্ষ থাকে আর তাদের বিপক্ষে খেলতে হয়, এখানেও তাই। যেহেতু আমরা দুইবার অলিম্পিক কোয়ালিফাই করতে পারি নি, আমাদের কিছুটা গ্যাপ রয়ে গেছে।’

প্রতিপক্ষ ভারত দল সম্পর্কে অধিনায়ক উমরের বক্তব্য, ‘তারা সম্প্রতি অলিম্পিক খেলেছে আর সেখানে তারা ব্রোঞ্জ জয় করেছে, সুতরাং তারা একটা ভালো দল। আমরা আমাদের সেরাটাই তাদের বিপক্ষে দেবার চেষ্টা করব।’ 

পাকিস্তানের কোচ সিগফ্রিড আইকমান বলেন, ‘আমি জানি আমরা কী করব। আগামীকালের ম্যাচে আমরা আমাদের মন ও প্রাণ দিয়েই খেলব। আমরা আমাদের সর্বোচ্চ দিয়েই খেলব আর চেষ্টা করব তাই করতে যা আমাদের করার কথা। আরেকটা ব্যাপার হলো, টেকটিক্যাল এবং টেকনিক্যাল বিষয়ে ভালো করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এক্ষেত্র গুলোতে ভালো করার চেষ্টা করব।’

এজেড/এমএইচ/এটি