বিশ্ব হকির অন্যতম আকর্ষণীয় ম্যাচ ভারত-পাকিস্তান। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ শুক্রবার দেখা মিলছে সেই মহারণের। সেই ম্যাচে এবার ফিল্ড আম্পায়ার হিসেবে আছেন বাংলাদেশি আম্পায়ার শাহবাজ আলী। ভিডিও আম্পায়ার হিসেবে আছেন দেশের এক শীর্ষ আম্পায়ার সেলিম লাকী। পাক-ভারত ম্যাচে বাংলাদেশের দুই শীর্ষ আম্পায়ার সম্পৃক্ত থাকার ঘটনা এটাই প্রথম। বাংলাদেশের হকি এক ইতিহাসের সঙ্গীও হলো তাই। 

ম্যাচ শুরুর আগে শাহবাজ আলীকে নিয়ে হকি অঙ্গনের উচ্ছাস। ভিআইপি গ্যালারিতে পরিবার ও আত্মীয় স্বজনরা ছবি তুললেন শাহবাজের সঙ্গে। সাবেক হকি খেলোয়াড় ও হকি ফেডারেশনের কর্তারা উৎসাহ দিচ্ছিলেন শাহবাজকে। 

ভারত-পাকিস্তান ম্যাচে বাঁশি বাজানোর সুযোগ পাওয়ায় বাংলাদেশের জয় মনে করছেন শাহবাজ, ‘এটা আমার প্রাপ্তি নয়, বাংলাদেশের হকির প্রাপ্তি৷’ জুনিয়র এশিয়া কাপের ব্রোঞ্জ ম্যাচের আম্পায়ারিং করেছেন, ‘জুনিয়র এশিয়া কাপে কোরিয়া-জাপান ম্যাচ করেছি। পাকিস্তান-ভারত ফাইনাল করতে পারিনি। এবার ঢাকায় সেই সুযোগ হলো।’ 

২০১৬ সালে এসএ গেমসে পাকিস্তান-ভারত ম্যাচে বাঁশি বাজিয়েছিলেন সেলিম লাকী। সেই অভিজ্ঞতা থেকে শাহবাজকে পরামর্শ দিচ্ছিলেন লাকী। 

২০১৬ গৌহাটি এসএ গেমসে ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিং করা সেলিম লাকী জানালেন, শুধু তারাই নন, এ ম্যাচের দায়িত্বে আছেন আরও দুই বাংলাদেশি। বললেন, ‘এই ম্যাচে আমরা মোট চার জন বাংলাদেশি রয়েছি। দুই জন আম্পায়ারিং ও আরো দুই জন রয়েছেন স্কোরিং এবং অন্য কাজে। এশিয়ান হকিতে এটা আমাদের হকির বড় অর্জন।’

এজেড/এনইউ