বিশ্ব হকিতে ভারতের চেয়ে পাকিস্তানের সাফল্য বেশি। সেই সাফল্য অবশ্য বাংলাদেশের মাটিতে নেই তেমন। ২০১৭ সালে এশিয়া কাপে ঢাকায় ভারত জিতেছিল। চার বছর পর ভারত ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখেছে। ঢাকায় টানা দুই বার ভারতের বিরুদ্ধে হারল পাকিস্তান। মওলানা ভাসানী স্টেডিয়ামে ভারত ৩-১ গোলে পাকিস্তানকে হারিয়েছে। 

পাক-ভারত ম্যাচ হলেও গ্যালারিতে তেমন উত্তেজনা ছিল না। বিনা টিকিট সত্ত্বেও গ্যালারিতে উপস্থিত ছিলেন মাত্র কয়েকশ দর্শক। এই ম্যাচ বাঁশি বাজিয়েছিলেন বাংলাদেশের আম্পায়ার শাহবাজ আলী। 

৮ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায় ভারত। প্রথম পিসি থেকেই লিড নেয় ভারত। হারদিক সিংয়ের পুশ সুমিতের স্টপের পর হারমানপ্রীতের হিটে গোল। দ্বিতীয় কোয়ার্টারে গোলের তেমন আক্রমণ হয়নি। তৃতীয় কোয়ার্টারে ২ গোল হয়। ৪২ মিনিটে আকাশদীপের ফিল্ড গোলে ২-০ লিড নেয় ভারত। তিন  মিনিট পর ব্যবধান কমায় পাকিস্তান। আব্দুল রানার পাসে জুনাইদ মানজুর পান ফিল্ড গোলটি। 

শেষ কোয়ার্টার ছিল বেশ আকর্ষণীয়। ৫০ মিনিটে সুযোগ পেয়েও গোল দিতে পারেননি আকাশদ্বীপ সিং। ৫২ মিনিটে ম্যাচে প্রথম পেনাল্টি কর্নার পায় পাকিস্তান। সেই কর্নার থেকে ম্যাচে সমতা আনতে পারেনি পাকিস্তান। পাকিস্তান ব্যর্থ হলেও নিজেদের দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে নিজেদের জয় নিশ্চিত করে ভারত। হারমানপ্রীতের গোল করেণ জাসকরন সিংয়ের পুশে। পরের মিনিটে আরেকটা পেনাল্টি কর্নার পেয়েও ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান। 

এজেড/এনইউ