এশিয়ান রাগবি সেভেন প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দল থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় থাইল্যান্ডের বিমান ধরেছেন রাগবি খেলোয়াড়রা। ভিসা সমস্যায় পড়ায় আগে সংবাদ সম্মেলন করে মিডিয়াকে জানাতে পারেননি কর্মকর্তারা।

বাংলাদেশের খেলা নিয়ে যখন সংবাদ সম্মেলনে করছিলেন কর্তারা, তখন বিমানে উঠার অপেক্ষায় খেলোয়াড়রা। ফেডারেশনের সভাপতি সাংসদ শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘ছয় দেশের সাতটি দল খেলবে এই টুর্নামেন্টে। আমাদের লক্ষ্য ভালো খেলা। ইতোমধ্যে ছেলেরা থাইল্যান্ডে রওয়ানা হয়েছে।’ শনিবার ও রোবাবর দু’দিন খেলা শেষে পরদিন দেশে ফিরবে লাল সবুজের দলটি।

সাধারন সম্পাদক মওসুম আলী বলেন, ‘এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, আরব আমিরাত, সিঙ্গাপুর, চাইনিজ তাইপে ও কিরগিজস্তানের একটি করে এবং থাইল্যান্ডের দুটি দল।’ 

রাগবি বিশ্বে জনপ্রিয় খেলা হলেও বাংলাদেশে খেলাটি এখনো সেভাবে প্রসার পায়নি। এক দশকের বেশি সময় যাবৎ রাগবি ফেডারেশন খেলাটির উন্নয়ন ও প্রসারে নানা সীমাবদ্ধতার মধ্যে চেষ্টা করে যাচ্ছে। 

এজেড/এটি