ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় ষষ্ঠ রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

পাঁচ পয়েন্ট নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদে মাস্টার শেখ নাসের আহমেদ লিওনাইন চেস ক্লাবের মোঃ আবজিদ রহমান ও পল্লী সঞ্চয় ব্যাংকের অভিক সরকার।

ষষ্ঠ রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার রাজীব আন্তর্জাতিক মাস্টার মিনহাজের সাথে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ গ্র্যান্ড মাস্টার জিয়ার সাথে, ক্যান্ডিডেট মাস্টার নীড় শরিয়তের সাথে, ফিদে মাস্টার জাভেদ ফিদে মাস্টার সাইফের সাথে ও হানিফ নাসিরের সাথে ড্র করেন। ফিদে মাস্টার আমিন ফিদে মাস্টার পরাগকে, ফিদে মাস্টার নাসির সাকলাইন মোস্তফা সাজিদকে, আবজিদ ফিরোজ আহমেদকে, অভিক ক্যান্ডিডেট মাস্টার শরীফকে, মহিলা ফিদে মাস্টার নোশিন নূরুল ইসলাম ইমনকে, আসিফ ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহানকে, জাবেদ মোঃ রাজু আহমেদকে, ক্যান্ডিডেট মাস্টার মাহতাব মোঃ আমিনুল ইসলামকে পরাজিত করেন। 

এজেড