পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমস ও ১৯তম এশিয়ান গেমসের দল গঠনের লক্ষ্যে আরচ্যারদের ট্রায়াল শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার) প্রথম পর্যায়ের ট্রায়াল টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ট্রায়ালে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে ২৯জন আরচ্যার অংশ নেন। 

ট্রায়ালের কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ সেকশনে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল (বাংলাদেশ পুলিশ আরচ্যারী ক্লাব) ৬৫৭ স্কোর করে প্রথম, মো: রোমান সানা (বাংলাদেশ আনসার) ৬৫৩ স্কোর করে দ্বিতীয় ও রাম কৃষ্ণ সাহা (বাংলাদেশ বিমান বাহিনী) ৬৫১ স্কোর করে তৃতীয় হন। 

রিকার্ভ মহিলা সেকশনে দিয়া সিদ্দিকী (বিকেএসপি) ৬৩৮ স্কোর করে প্রথম, বিউটি রায় (বাংলাদেশ পুলিশ আরচ্যারি ক্লাব) ৬৩৫ স্কোর করে দ্বিতীয় ও নাসরিন আক্তার (আর্মি আরচ্যারি ক্লাব) ৬২৪ স্কোর করে ৩য় হন। 

কম্পাউন্ড পুরুষ বিভাগে মিঠু রহমান (আর্মি আরচ্যারি ক্লাব) ৭০০ স্কোর করে প্রথম, হিমু বাছাড় ৬৯৪ স্কোর করে দ্বিতীয় ও নেওয়াজ আহমেদ রাকিব (বিজিবি) ৬৮৬ স্কোর করে তৃতীয় হন। কম্পাউন্ড মহিলা সেকশনে শ্যামলী রায় (বাংলাদেশ পুলিশ আরচ্যারি ক্লাব) ৬৭৮ স্কোর করে প্রথম, পুস্পিতা জামান (বিকেএসপি) ৬৭৭ স্কোর করে ২য় ও সুমা বিশ্বাস (বাংলাদেশ আনসার) ৬৭৩ স্কোর করে তৃতীয় হন।

আগামী ০১ মে ন্যাশনাল ট্রায়াল-২ এবং ২৮ মে ২০২২ তারিখে ন্যাশনাল ট্রায়াল-৩ টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এমএইচ/এটি