দক্ষিণ পূর্ব এশিয়ার গেমসকে সংক্ষেপে সি-গেমস বলে। এই গেমস এবার ভিয়েতনামে অনুষ্ঠিত হচ্ছে। গেমসের বাস্কেটবল ইভেন্টে রেফারিংয়ের দায়িত্ব পালন করতে বাংলাদেশের সবুজ মিয়া গতকাল রোববার দেশ ছেড়েছেন। 

সি-গেমসে বাংলাদেশ অংশগ্রহণ না করলেও রেফারিংয়ের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব হচ্ছে। ফুটবলে রেফারিং করছেন মনির ঢালী। এখন বাস্কেটবলে যাচ্ছেন সবুজ। 

বাংলাদেশের বাস্কেটবলের জন্য সবুজ মিয়ার এই রেফারিং অত্যন্ত ইতিবাচক হিসেবে মনে করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার, ‘এটা আমাদের দেশের জন্য অত্যন্ত ইতিবাচক দিক। সে গেমসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। করোনার জন্য রেফারি কোর্স সেভাবে হয়নি। এখন রেফারি কোর্স নিয়ে পরিকল্পনা করব।’

বাস্কেটবলে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক রেফারি সবুজ মিয়া। ২০১৩ সালে ইয়ুথ অলিম্পিক গেমসেও রেফারিং করেছেন তিনি। দক্ষিণ এশিয়া সহ অনেক আন্তর্জাতিক ম্যাচ তিনি পরিচালনা করেছেন। 

এজেড/এটি/এইচএমএ