বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হলো ৪দিন ব্যাপী ‘৮ম সামার হিট ওপেন ক্যারম টুর্নামেন্ট-২০২২’। নারী ও পুরুষ মিলিয়ে দেশের বিভিন্ন জেলার ৬০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে।

শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ক্যারম হল রুমে সিনিয়র ক্রীড়া সাংবাদিক মাহমুদুল ইসলাম শামিম টুর্নামেন্ট উদ্বোধন করেন। ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।
 
আশরাফ আহমেদ বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে আমরা দেশব্যাপী বিভিন্ন জেলায় টুর্নামেন্ট করেছি। সে সব জেলার বাছাইকৃত খেলোয়াড়দের অংশগ্রহণে ৮ম সামার হিট ওপেন ক্যারম টুর্নামেন্ট-২০২২ আয়োজন করেছে বাংলাদেশ ক্যারম ফেডারেশন। এর আগেও আমরা ৭টি সামার হিট ওপেন করেছি। এর ধারবাহিকতা ধরে রাখতে চাই।’

তিনি আরো বলেন, ‘চলতি বছরের অক্টোবরে মালোয়েশিয়াতে অনুষ্ঠিত হবে বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপ। তারও একটা অনুশীলন হয়ে যাবে এই টুর্নামেন্ট।’ এছাড়াও সকল খেলোয়াড়কে চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে বিশেষভাবে অনুরোধ করেন ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক। 

সোমবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এই সামার হিট ওপেন।