প্যারিস বিশ্বকাপ আরচ্যারিতে রিকার্ভ মিশ্র বিভাগে বাংলাদেশ দল কোয়ার্টার থেকে বিদায় নিয়েছে। মিশ্র বিভাগে রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। 

১/১২ রাউন্ডে বাংলাদেশ ব্রাজিলকে ৫-৪ সেট পয়েন্টে পরাজিত করে। প্রথম সেটে রোমান দিয়ারা ৩৬-৩৪ পয়েন্টে হারেন। এর পরের দুই সেট ড্র হয়। শেষ সেটে রোমান দিয়ার জয় ছাড়া কোনো বিকল্প ছিল না৷ ৩৮-৩৭ পয়েন্টে শেষ সেট জেতায় ৪-৪ সমতা হয়। টাইব্রেকারে বাংলাদেশ ১৬ ও ব্রাজিল ১৩ স্কোর করায় দিয়ারা কোয়ার্টারে উঠেন। 

কোয়ার্টার আমেরিকার সঙ্গে বাংলাদেশ প্রথম দুই  সেট হেরে ব্যাকফুটে চলে যায়। বাংলাদেশ তৃতীয় সেটে জিতে খেলায় ফিরে আসে৷ ম্যাচটি টাইব্রেকারে নিতে শেষ সেটে রোমানদের জিততেই হতো। ৩৬-৩৬ পয়েন্টে ড্র হয় শেষ সেট। ফলে ৫-৩ সেট পয়েন্টে জিতে আমেরিকা সেমিফাইনালে উঠে। 

বাংলাদেশ বিশ্বকাপে শুধু রিকার্ভ ইভেন্টে অংশ নিচ্ছে। ইতোমধ্যে পুরুষ, নারী ও মিশ্র দলগত বিভাগ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আজ বাংলাদেশ সময় রাতে ব্যক্তিগত ইভেন্টে খেলবেন রোমান-দিয়ারা। 

এজেড/এইচএমএ