ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যালে আজ বৃহস্পতিবার (৩০ জুন) ছিল টেবিল টেনিস ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনে একক ও দ্বৈত উভয় ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সোহানুজ্জামান খান নয়ন।

জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত টেবিল টেনিস একক ইভেন্টে সোহানুজ্জামান খান নয়ন ঢাকা ট্রিবিউনের ফজলে রাব্বি মুনকে হারান। এই ইভেন্টের তৃতীয় পদক হয়েছেন দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল। তিনি মাহবুব আলম খান বাবুকে হারিয়েছেন।

দ্বৈত ইভেন্টে মাহবুব আলম খান বাবু ও মাজহারুল ইসলাম মিঠুন জুটিকে জ্যোতির্ময় মন্ডল ও সোহানুজ্জামান খান নয়ন ২-০ সেটে পরাজিত করেন। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন সৈয়দ মামুন ও ফজলে রাব্বি মুন জুটি। 

আজ সকালে ওয়ালটন বিএসজেএ ফেস্টিভ্যালের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। আজ টেবিল টেনিস ডিসিপ্লিন পরিচালনা করেন জাতীয় দলের কোচ মোহাম্মদ আলী এবং উপস্থিত ছিলেন জাতীয় টিটি চ্যাম্পিয়ন সোমা। আগামীকাল (১ জুলাই) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের কার্যালয়ে ক্যারম একক ও দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হবে। 

এজেড/এটি/এইচএমএ