তখনো পৃথিবীর মায়া ছেড়ে যাননি রওশন আরা ছবির সন্তান রাজু/ফাইল ছবি

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ রওশন আকতার ছবি আজ মঙ্গলবার একমাত্র ছেলেকে হারিয়েছেন। প্রায় এক বছরের বেশি সময় ছবির একমাত্র ছেলে রাজু বেশ অসুস্থ ছিলেন। আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা গেলেন। 

মায়ের চোখের সামনে অল্প বয়সে ছেলেকে বিদায় জানানোর মতো কষ্ট আর হয় না। রাজু মাত্র ৪০ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেলেন। বছর দেড়েক আগে হঠাৎ স্ট্রোক করেন। এরপর হাসপাতালে অনেক চিকিৎসা হলেও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। ক্রমান্বয়ে পরিস্থিতি খারাপ হওয়ায় ডাক্তার তাকে বাসায় সেবা নেয়ার পরামর্শ দেন।

ব্যয়বহুল হলেও ছবি ছেলের চিকিৎসা বাসায় করাচ্ছিলেন। গত ১ জুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদান ছবির হাতে তুলে দেন। ছবির স্বামীও পক্ষঘাতগ্রস্ত। কয়েক বছর ধরে তিনি একা চলাচল করতে পারেন না। অসুস্থ স্বামী ও সন্তানকে নিয়ে কঠিন অবস্থা পার করছিলেন এক সময়ের তারকা অ্যাথলেট। 

ছবি পাকিস্তান আমলে দ্রুততম মানবী ছিলেন। হার্ডেলসে তাঁর জাতীয় রেকর্ড ছিল। অ্যাথলেটিকসের পাশাপাশি খো খো খেলেছেন তিনি। স্বামী সন্তানের এত অসুস্থতা একা হাতে সামলেছেন। এর মধ্যেও ক্রীড়াঙ্গনে সময় দিয়েছেন। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। 

সবার প্রিয় ছবি আপার ছেলের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমেছে। ছবির সতীর্থ দুই জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ শামীমা সাত্তার মিমো ও কামরুন নাহার ডানা খুবই ব্যথিত ছবির ছেলের প্রয়াণে। 

এজেড/এটি/এনইউ