ঈদের সময় রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে ঈদ আনন্দ উদযাপনের ঝক্কি ঝামেলা অনেক। এবার পদ্মা সেতু হওয়ায় ক্রীড়াঙ্গনের অনেকেই স্বল্প সময়ে ও অনেকটা নির্বিঘ্নে বাড়িতে ঈদ উদযাপন করছেন। 

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু নড়াইল জেলা ক্রীড়া সংস্থারও সাধারণ সম্পাদক। ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার কাজে সমন্বয় করতে প্রায়ই তাকে নড়াইল-ঢাকা যাতায়াত করতে হয়। যা প্রতিবারই বেশ সময় সাপেক্ষ। এবার ঈদ উদযাপনে মিকুর খুব কম সময় লেগেছে, ‘ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে কালনা এসেছিলাম মাত্র সোয়া দুই ঘন্টায়।যা আগে নিতো দ্বিগুণ সময়।’

হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূরের গ্রামের বাড়ি গোপালগঞ্জ। তিনি ঈদের আগে বাড়িতে থেকে ফিরে ঢাকার বাসায় এসে ঈদ করছেন। বেশ স্বাচ্ছন্দ্য ছিল তার ভ্রমণ, ‘ঢাকা থেকে মাত্র ২ ঘন্টা ১০ মিনিটে বাড়িতে পৌঁছেছিলাম। আসার সময়ও একই রকম সময় লেগেছে।’

আরও পড়ুন >> স্বপ্নের পদ্মা সেতু নিয়ে সাকিবের উচ্ছ্বাস

হ্যান্ডবল ফেডারেশনের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনের বাড়ি ফরিদপুর। ভাঙা হয়ে ফরিদপুর শহরে ঈদ করছেন তিনি৷ আরিচার তুলনায় এই সড়ক অনেক সাশ্রয়ী মনে করেন, ‘গুলিস্তান মতিঝিল থেকে অনেক সময় গাবতলী যেতেই ২ ঘন্টা লাগে। এদিক দিয়ে ততক্ষণে ফরিদপুর ভাঙার কাছাকাছি যাওয়া যায়।’

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনের বাড়ি কুষ্টিয়া৷ তিনি ঈদ উদযাপনে আরিচা হয়ে গেলেও ফেরার সময় ফিরবেন পদ্মা সেতু হয়ে।

আরও পড়ুন >> পদ্মা সেতুতে স্বপ্নবাজ রকিবুল ও ইলিয়াস

দুই সিনিয়র সংগঠক পদ্মা সেতুর পর ক্রীড়াঙ্গনেও ঈদ আনন্দ উদযাপন বেশ সাবলীল হয়েছে বলে মনে করেন, ‘দেশের ক্রীড়াঙ্গনের বড় একটি অংশ দক্ষিণ অংশের। প্রতি ঈদে বাড়ি ফেরা ও ঢাকায় আসায় তাদের অনেক সময় ব্যয় হতো। এই বিষয়টি বিবেচনা করে ফেডারেশনগুলো ঈদের পরপরইনটুর্নামেন্ট আয়োজন করতে পারতো না। এবার অনেক খেলোয়াড়-কোচ আমাদের জানিয়েছেন তারা বেশ সাবলীলভাবে বাড়ি গিয়েছেন।’ 

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। উদ্বোধনের ২ সপ্তাহ পরেই ঈদুল আজহা। পদ্মা সেতুর মাধ্যমে রাজধানীর সঙ্গে নিজ জেলার যোগাযোগ অনেক মসৃণ হওয়ায় ক্রীড়া সংশ্লিষ্ট অনেকের ঈদ হয়েছে এবার প্রশান্তির৷ বিগত সময়ে যা ছিল ভোগান্তিময়৷ 

এজেড/এইচএমএ