বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ দল দাবা অলিম্পিয়াডের উদ্দেশে রওয়ানা হবে। সেই দলে রয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তার ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। জাতীয় চ্যাম্পিয়নশীপে শীর্ষ পাঁচে থাকায় তাহসিন প্রথমবারের মতো দাবা অলিম্পিয়াডে যাওয়ার সুযোগ পেয়েছেন।

গ্র্যান্ডমাস্টার জিয়া অসংখ্যবার অলিম্পিয়াডে খেলেছেন। এবার ছেলে সহ যাওয়ায় অন্য অলিম্পিয়াডের তুলনায় খানিকটা ভিন্ন অনুভূতি বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের, ‘বাবা-ছেলে দুজনই যাচ্ছি খেলতে। তাই অন্য অলিম্পিয়াডের চেয়ে এবার আমার কাছে আলাদা।’

তাহসিন দেশের বাইরে বাবার বিপক্ষে খেলেছেন। একবার ড্র-ও করেছিলেন। বাবার সঙ্গে অলিম্পিয়াডে খেলতে যাওয়ায় তিনি বেশ শিহরিত, ‘ছোট থাকতে বাবা অলিম্পিয়াডে আমাকে ও মা’কে নিয়ে যেতেন। স্বপ্ন দেখতাম অলিম্পিয়াডে খেলার। এটা খুব দ্রুত পূরণ হচ্ছে। বাবার সঙ্গে খেলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব এর অনুভূতি সম্পূর্ণ আলাদা।’

আরও পড়ুন >> দাবায় জীবন, দাবায় সংসার

ভারতগামী বাংলাদেশ অলিম্পিয়াড দলে রয়েছেন আরো দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ। পাঁচ জনের মধ্যে চার জন বোর্ডে খেলার সুযোগ পাবেন। জিয়া দলের ভালোর পাশাপাশি আরেকটি আশা নিয়ে যাচ্ছেন, ‘দল হিসেবে আমরা অবশ্যই ভালো অবস্থানে থাকতে চাই সেই আশা তো রয়েছেই পাশাপাশি তাহসিন আন্তর্জাতিক মাস্টার নর্ম পূরণ করুক। সেটাও চাই।’ জিয়ার পুত্রও নিজের প্রতি আত্মবিশ্বাসী, ‘আমি বোর্ডে খেলার সুযোগ পেলে অবশ্যই ভালো কিছু করতে চাই। কয়েক রাউন্ড খেলতে পারলে আশা করি নর্ম হতেও পারে।’ বর্তমান ফিদে মাস্টারের দ্রুততম সময়ের মধ্যে গ্র্যান্ডমাস্টার হওয়ার লক্ষ্য।

জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য এই অলিম্পিয়াডের জন্য মুখিয়ে আছেন, ‘জিয়া ও তাহসিন দুজনই বিশ্ব দাবার সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের জন্য খেলবে এটা আমার জন্য বিশেষ এক মুহূর্ত। বাবা ও ছেলে উভয়ের জন্য শুভকামনা।’

বাংলাদেশের ঘরোয়া ক্রীড়াঙ্গনে বাবা-ছেলে একই দলে খেলা ও মুখোমুখি হওয়ার ঘটনা রয়েছে। জিয়া ও তাহসিন দেশে-বিদেশে একে অন্যের মুখোমুখি হয়েছেন। দুই দিন পর বিশ্ব দাবার সর্বোচ্চ আসরে খেলতে রওয়ানা হবেন তারা। ২৯ আগস্ট ভারতের চেন্নাইয়ের এক শহরে বিশ্ব দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পুরুষ ও নারী উভয় বিভাগে খেলবে। বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক ও মহিলা দলে মাহমুদা মলি পুরো কন্টিনজেন্টের দলনেতা হিসেবে থাকবেন যুগ্ম সম্পাদক শোয়েব রিয়াজ আলম।

এজেড/এইচএমএ