বার্মিংহাম কমনওয়েলথের প্রথম দিনে ধারাবাহিকভাবে ভালো করছিলেন বাংলাদেশের নিউজিল্যান্ড প্রবাসী জিমন্যাস্টস আলী কাদের হক। দিনের শেষে গতকাল শুক্রবার তার অবস্থান ১২তম হওয়ায় বাদ পড়েছেন। শীর্ষ ১১ জন চুড়ান্ত পর্বে অংশ নেবেন।

আলী কাদেরের জন্য আফসোস করছেন জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বার্মিংহাম কমনওয়েলথে বাংলাদেশ কন্টিনজেন্টর জেনারেল টিম ম্যানেজার আহমেদুর রহমান বাবলু, ‘আমাদের পদকের আশা ছিল না এই গেমসে। কাদের চুড়ান্ত রাউন্ডে খেলবে এই প্রত্যাশাই ছিল। কিন্তু সে অল্পের জন্য বাদ পড়েছে। জিমন্যাস্টিকস পয়েন্ট নির্ভর খেলা। সে এক পয়েন্টেরও কম ব্যবধানে বাদ পড়েছে।’

কাদেরের ইভেন্টে ৬০ জনের বেশি প্রতিযোগী ছিলেন। ৬০ জনের মধ্যে ১২ তম অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি, ‘আলী কাদের সম্ভাবনাময়ী সেটা তিনি প্রমাণ করেছেন। আমরা আশা করছি ইসলামিক সলিডারিটি গেমসে তিনি বাংলাদেশকে আরো ভালো কিছু উপহার দেবেন।’

গতকাল জিমন্যাস্টিকস ইভেন্ট শেষ হয়েছে। বাংলাদেশ প্রথম দিনই বিদায় নিয়েছে। জিমন্যাস্টসরা বার্মিংহামে থাকবেন কয়েকদিন। সেখান থেকে তুরস্কের কোনিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। 

এজেড/এটি/এইচএমএ