আগামীকাল ইসলামিক সলিডারিটি গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন। সকালের পর থেকে কোনিয়ায় মেইন প্রেস সেন্টারের ব্যস্ততা বাড়ছিল। বিভিন্ন দেশের সাংবাদিকদের মধ্যে পরিচয় ও কুশলাদি চলছে। বাংলাদেশি সাংবাদিক পরিচয় দিতেই পাকিস্তানি সাংবাদিক রাহাতের মুখে বাংলাদেশের টিটি খেলোয়াড় মৌয়ের প্রশংসা।

গতকাল পাকিস্তানি টিটি খেলোয়াড়কে হারিয়ে মৌ কোয়ার্টারে উঠেছিলেন। সেই ম্যাচটি বেশ মনে ধরেছে পাকিস্তানি সাংবাদিকের, ‘বাংলাদেশের মৌ অসাধারণ খেলোয়াড়। কাল আমাদের জেতা ম্যাচটি সে হারিয়ে দিয়েছে। এক কথায় সে আমাদের শেষ করে দিয়েছে ।’

মৌ পাকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে কোয়ার্টারে উঠলেও আজ শেষ আটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। ইরানের প্রতিপক্ষের সঙ্গে ০-৩ সেটে সরাসরি হেরেছেন। মৌয়ের হারের মাধ্যমে বাংলাদেশের টেবিল টেনিসে একক অধ্যায় শেষ হলো এ গেমসে। আগামীকাল থেকে রয়েছে দলগত খেলা।

কমনওয়েলথ গেমসের পর ইসলামিক গেমসেও বাংলাদেশের টেবিল টেনিসের খেলোয়াড়রা জয় পেয়েছেন। অনুশীলন ও পরিকল্পনায় এ খেলাটি আবার ঐতিহ্যের পথে হাঁটছে৷

এজেড/আরএইচ