পদকের মঞ্চ থেকে নেমে সবার উচ্ছ্বাস। আন্তর্জাতিক গেমসে বাংলাদেশের পতাকা নিয়ে মঞ্চে দাড়াতে পেরে সবাই গর্বিত। বাংলাদেশ এখন পর্যন্ত তিনটি পদক পেয়েছে তিনটিই আরচ্যারি থেকে। 

রোমান সানা ও দিয়া সিদ্দিকী দুই জনই অলিম্পিকে খেলেছেন। দুই অলিম্পিয়ান আরচ্যার ব্যক্তিগত ইভেন্টে ব্যর্থ হলেও দলগত ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ। গেমসের মাসকট ও মেডেল হাতে নিয়ে রোমান বললেন, ‘এটা আমার প্রথম ইসলামিক সলিডারিটি গেমস। বাংলাদেশকে পদক এনে দিতে পেরে ভালো লাগছে। তবে আমাদের এই ব্রোঞ্জ রৌপ্য বা স্বর্ণে রুপান্তরের সম্ভাবনা ছিল।’

দিয়া সিদ্দিকীও রিকার্ভ নারী দলগতে ব্রোঞ্জ জিতেছেন। ব্রোঞ্জ জিতেও রৌপ্য-স্বর্ণের জন্য আফসোস তার, ‘সেমিফাইনালে আমরা দুর্দান্ত খেলেছি। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা সেমিফাইনালে আমরা শুট অফে হেরেছি।’

এখন পর্যন্ত গেমসে বাংলাদেশের সেরা অর্জন রৌপ্য। কম্পাউন্ড নারী দলের রৌপ্য পদক জিতে শ্যামলী রায় বলেন, ‘রৌপ্য জিতে ভালো লাগছে৷ তবে স্বর্ণ জেতারও সম্ভাবনা ছিল।’ বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকের মিশ্র প্রতিক্রিয়া, ‘ব্যক্তিগত ইভেন্টে মাত্র একজন ব্রোঞ্জের জন্য লড়বে৷ এটা বেশ হতাশার। দলগত ইভেন্টে তিনটি পদক হয়েছে। আশা করি আরে পাব।’

কিছুক্ষণ পর রিকার্ভ ও কম্পাউন্ড মিশ্র দলগত খেলা হবে। কম্পাউন্ড মিশ্র বিভাগে বাংলাদেশের পদকের সম্ভাবনা রয়েছে। 

এজেড/এটি