বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হামিদ পরিবার বিশেষ অবস্থানে। কর্ণেল হামিদ ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। তার ছেলে ববি হামিদ হ্যান্ডবল খেলোয়াড় ছিলেন।

ববি হামিদ মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে সম্প্রতি দুনিয়া ত্যাগ করেছেন। সাবেক এই হ্যান্ডবল খেলোয়াড়ের জন্য আজ হ্যান্ডবল ফেডারেশন দোয়া মাহফিলের আয়োজন করে। ববি হামিদের সঙ্গে চার বছর আগে প্রয়াত হ্যান্ডবল কোচ কায়সার জাহিদের জন্যও দোয়া প্রার্থনা হয়।

আজ বাদ আসর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে সাবেক দুই হ্যান্ডবল ব্যক্তিত্বের জন্য দোয়া মাহফিল হয়। এতে হ্যান্ডবল ফেডারেশনের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকুসহ আরও অনেকে ছিলেন।

এজেড/এইচএমএ