ক্রিকেটে দুটি বিশ্বকাপের স্বাগতিক হয়েছে বাংলাদেশ। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে ও ২০১৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে। ক্রিকেটের পর এবার রোলার স্কেটিং ফেডারেশন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে।

২০১৭ সালে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। ছয় বছর পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে। আগামী বছর ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপটি৷

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফুল হাসান বলেন, ‘আমরা পুনরায় বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি৷ ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপের সময়সূচি ঠিক হলেও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। আমরা চাই গতবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্বকাপেরও উদ্বোধনে অংশ নেবেন । প্রধানমন্ত্রীর সময় নিয়ে আমরা সেভাবে টুর্নামেন্টের সময়সূচি তৈরি করব।’

গত আসরের চেয়ে এবার টুর্নামেন্টের কলেবর বাড়ছে। গত আসরে ৩৯ দেশ অংশ নিলেও এবার খেলবে ৫০ দেশ। পুরুষ ও নারী দুই বিভাগে অনুষ্ঠিত হবে খেলা। খেলোয়াড় সংখ্যাও আগের চেয়ে বাড়বে কয়েকশ। গত আসরে শুধু শেখ রাসেল রোলার স্কেটিংয়ে টুর্নামেন্ট হয়েছিল। এবার তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। রোলার স্কেটিংয়ের পাশে হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামেও খেলা হবে৷

এদিকে শেখ রাসেলের নামে রোলার স্কেটিং কমপ্লেক্স ভিন্নতা পাবে ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনে। এ কমপ্লেক্সে হবে শেখ রাসেলের জন্য জাদুঘর। এক পাশে থাকবে ডরমেটরি এবং পার্কিং ব্যবস্থা। শেখ রাসেলের জন্মদিনের দিনে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে তা উদ্বোধন করবেন বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক, ‘শেখ রাসেলের জন্মদিনের দিন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত থেকে এ কমপ্লেক্সের নতুন কর্মকাণ্ডের উদ্বোধন করার সদয় সম্মতি দিয়েছেন।’

এজেড/আরএইচ