শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্ট মানেই বিদ্যুৎ ইস্যুু। আর দেশব্যাপী যখন চলমান লোডশেডিংয়ের মধ্যে মহানগর টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু হচ্ছে এই স্টেডিয়ামে। তাই স্বাভাবিকভাবেই বিদ্যুতের বিষয়টি ঘুরেফিরে আলোচনায় আসছে।  

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন টেবিল টেনিস ফেডারেশনের লিগ কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান বাদশা। তিনি বলেন, ‘আমরা জাতীয় ক্রীড়া পরিষদে বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছে। পাশাপাশি এই অঞ্চলের বিদ্যুৎ অফিসকে আমাদের লিগের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যু সরবারহের অনুরোধ করেছি।’

১২ অক্টোবর শুরু হয়ে টিটি প্রতিযোগিতা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। মহিলা, প্রথম বিভাগ ও প্রিমিয়ার একসঙ্গে হওয়ায় প্রতিদিন সকাল থেকে রাত নয়টা পর্যন্ত চলবে খেলা। এখন স্টেডিয়াম এলাকায় প্রতিদিন এক-দুই বার এক ঘন্টার জন্য লোডশেডিং হচ্ছে। এটা টিটি লিগের সময় হলে সূচি বাস্তবায়নে সমস্যা হবে। 

প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ ও মহিলা বিভাগ এই তিনটি ইভেন্টে হবে প্রতিযোগিতা। প্রিমিয়ার ডিভিশনে ১০টি, প্রথম বিভাগে ৩২টি ও মহিলা বিভাগে ৯টি দল অংশ নিচ্ছে। এবারের সূচিতে খানিকটা ভিন্নতা আনার কথা বলেছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন ও লিগ কমিটির চেয়ারম্যান সাইদুল হক সাদি, ‘ক্রীড়াঙ্গনে অনেক খেলায় ম্যাচ ছাড়ার প্রবণতা রয়েছে। কোনো দল ম্যাচ ছাড়লে তাতে যেন তারাও প্রভাবিত হয় সেভাবেই সূচি করা হচ্ছে’। 

টুর্নামেন্টের স্পন্সর ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন জানিয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনে টেবিল টেনিসের সাফল্যের কারণে এই খেলাটির সাথে আরও বেশি বেশি সম্পৃক্ত হতে চায় ওয়ালটন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আসাদুজ্জামান বাদশা এবং ফেডারেশনের কর্মকর্তা তাজউদ্দিন পাপ্পু ও আনোয়ার কবির চৌধুরী।

এজেড/এনইআর/এটি