সোমবার শেখ রাসেল ৪র্থ তীর জাতীয় যুব আরচ্যারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে কম্পাউন্ড বিভাগের ৪টি গোল্ড মেডেল ম্যাচ অনুষ্ঠিত হয়। কম্পাউন্ড জুনিয়র ক্যাটাগরির পুরুষ একক ইভেন্টে হিমু বাছাড় ১৪৫-১৩৭ স্কোরের ব্যবধানে মো: আসিফ মাহমুদ বাপ্পী কে পরাজিত করে গোল্ড, তৌহিদ হাসান তন্ময় ১৪৫-১৩৬ স্কোরের ব্যবধানে ভানরুম বম কে পরাজিত করে ব্রোঞ্জ পদক লাভ করেন। 

কম্পাউন্ড জুনিয়র ক্যাটাগরির নারী এককে পুস্পিতা জামান ১৪৫-১৩০ স্কোরের ব্যবধানে জান্নাতুল ফেরদৌস কে হারিয়ে গোল্ড এবং সুমাইয়া খাতুন ৯৮-৭৮ স্কোরের ব্যবধানে পান্না বড়ুয়া কে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন।

কম্পাউন্ড ক্যাডেট ক্যাটাগরির পুরুষ এককে গোল্ড মেডেল ম্যাচে তপু রায় ও শেখ আশরাফিল ইসলাম এর প্রথমবার ড্র হয়। পরবর্তীতে উভয়েই পেনাল্টিতে গোল্ড জেতেন তপু রায়। ব্রোঞ্জ মেডেল ম্যাচে আল শাহরিয়ার জয় ১৩৬-১১৭ স্কোরের ব্যবধানে আফিফ বিন ওমরকে হারান। 

কম্পাউন্ড ক্যাডেট ক্যাটাগরির নারী এককে উম্মে হাবিবা অনন্যা ১২২-১২১ স্কোরের ব্যবধানে মোসাম্মৎ উর্মি খাতুন কে পরাজিত করে গোল্ড এবং লিলি দাস ১১১-৬১ স্কোরের ব্যবধানে মোসাম্মৎ কুলছুম আক্তার মনি কে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন।

তিন দিন ব্যাপী প্রতিযোগিতার শেষ দিন আগামীকাল। 

এজেড/এনইআর