জমজমাট আয়োজনে মিশিগানে বাংলাদেশি প্রবাসীদের ওল্ড ইজ গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার ওয়ারেন শহরের টেন মাইলে অ্যাথলেটিকস ক্লাবের ইনডোরে রাতভর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টানটান উত্তেজনাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ মুতাকাব্বির শাহিন ও রিবু চৌধুরী জুটি। টুর্নামেন্টে রানার্সআপ হন হেলাল ইসলাম ও সাব্বির আহমেদ। তৃতীয় স্থানের ট্রফি জিতেছেন আহাদ আহমেদ ও ফরহাদ আহমদ।        

আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টে দুই জুটির গড় বয়স ছিল অনুর্ধ্ব-৭৫। মোট ২৮ টি দলে ৫৬ জন নবীন-প্রবীণ খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নেন। দর্শকরা অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে টুর্নামেন্ট উপভোগ করেন।          

টুর্নামেন্টে পুরস্কার তুলে দেন রিয়েলেটর মাসুম আহমদ, কামরুল ইসলাম সাইদুর মিয়া, মনোয়ার হুসাইন ও ফয়সল চৌধুরী।  

টুর্নামেন্ট প্রসঙ্গে ক্রীড়া ব্যক্তিত্ব মাসুম আহমেদ বলেন, ‘শীত মৌসুমে প্রবীণরা ঘরকুণো হয়ে পড়েন। প্রবীণদেরকে খেলাধুলায় মাতিয়ে রাখাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্যে। আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টটি সবাই উপভোগ করেছেন। ভবিষ্যতে বাংলাদেশি প্রবীণদের আরো আকর্ষণীয় খেলাধুলা উপহার দেওয়া হবে।’

এনইআর