সাবেক সংস্কৃতি মন্ত্রী ও নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, খেলাধুলা তরুণদের বিপথগামী হওয়া থেকে ফিরিয়ে আনতে পারে। খেলাধুলা সংস্কৃতির অংশ। শুধু গান-বাজনা মানে সংস্কৃতি নয়। আমাদের খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এক সময় কাবাডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক জনপ্রিয় ছিল। সময়ের পরিক্রমায় এ খেলাটি জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাটির সাথে মাটি ও মানুষের নিবিড় সম্পর্ক আছে। 

শুক্রবার (৫মার্চ) দুপুরে নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত ৯ম বাংলাদেশ গেমস তিস্তা জোনের বঙ্গবন্ধু কাবাডি (নারী ও পুরুষ)-২০২১ এর উদ্বোধনী খেলার প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়াল মাধ্যমে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কাবাডির জনপ্রিয়তা এবং গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে  বাংলাদেশ কাবাডি ফেডারেশন। উত্তরের জেলা সমূহে এর ব্যাপ্তি বাড়াতে হবে।

এই টুর্নামেন্টে তিস্তা জোনে অংশ নেবে ৬টি পুরুষ ও ৬টি নারী দল। উদ্বোধনী খেলায় রংপুর জেলা নারী দলের বিপক্ষে দিনাজপুর জেলা নারী দল প্রতিদ্বন্দ্বিতা করে। যেখানে রংপুর জেলা দল ৪১-২৬ পয়েন্টে দিনাজপুর জেলা দলকে পরাজিত করে।

নীলফামারী বড় মাঠ প্রান্তে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি স্থানীয় শিল্পকলা অডিটরিয়াম থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়।

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিযোগিতার সার্বিক সহযোগিতা করেছে জেলা পুলিশ।

মাহমুদ আল হাসান রাফিন/এমএইচ