শান্তি-শৃঙ্খলার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও অনেক অবদান বাংলাদেশ আনসার ও ভিডিপির। বাংলাদেশ আনসার ও ভিডিপির ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ফরিদ হাসান সাহসিকতার পদক পেয়েছেন।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান গত ১২ ফেব্রুয়ারি জাতীয় আনসার সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশ আনসার পদক (সাহসিকতা) গ্রহণ করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ফরিদ হাসান বর্ডার গার্ড বাংলাদেশ (সাহসিকতা) পদক এবং প্রেসিডেন্ট বর্ডার গার্ড (সাহসিকতা) পদক পেয়েছিলেন। ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ছাড়াও আনসারের টিটি খেলোয়াড় সাদিয়া রহমান মৌ একই দিনে ভিন্ন এক পদক গ্রহণ করেন। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন তাদের এই অর্জনে শুভেচ্ছা জ্ঞাপন করেছে।

এজেড/এফআই