বিশ্বকাপ দাবা বাছাইয়ের টুর্নামেন্ট এশিয়ান জোনাল দাবা চলছে। এই প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের পর নাম প্রত্যাহার করে নিয়েছেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। পঞ্চম রাউন্ডে তিনি বাংলাদেশের ফিদে মাস্টার শেখ নাসিরের বিপক্ষে হেরেছিলেন। 

টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের কারণ সম্পর্কে নিয়াজ মোর্শেদ বলেন, ‘চলমান টুর্নামেন্টে ভালো খেলতে পারছিলাম না। এছাড়া শরীরটাও ভালো যাছিল না।’এই টুর্নামেন্টে নিয়াজ মোরশেদ পাঁচ রাউন্ডের মধ্যে দুই ফিদে মাস্টারের কাছে দুই বার হোঁচট খেয়েছেন। নেপালের ফিদে মাস্টারের সঙ্গে ড্রয়ের পর দেশি ফিদের সঙ্গেও হারেন। 

এশিয়ান জোনাল দাবার চ্যাম্পিয়ন বিশ্বকাপ দাবায় অংশগ্রহণ করবে। ২০২১ সালে নিয়াজ মোরশেদ বিশ্বকাপ দাবায় দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। এবার জোনাল দাবার মাঝপথে নিজেকে সরিয়ে নেওয়ায় এবং জাতীয় চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন না থাকায় বিশ্বকাপ দাবায় অংশগ্রহণের সুযোগ নেই তার। 

আরও পড়ুন: ‘শতাব্দী সেরা’ নিয়াজের চোখে ক্রীড়াঙ্গনের ৫০ বছর

টুর্নামেন্টের মাঝপথে নিজেকে সরিয়ে রাখা এবারই প্রথম নয় নিয়াজের। কত দিন পর আবার এর পুনরাবৃত্তি করলেন সেটা মনে করতে পারেননি দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার,‘রাউন্ড রবিন লিগে প্রত্যাহারের সুযোগ থাকে না। সুইস লিগ পদ্ধতিতে এটা অনেকটা স্বাভাবিক ঘটনা। সর্বশেষ কবে করেছি এটা মনে পড়ছে না’।

বাংলাদেশ দাবা ফেডারেশনের আন্তর্জাতিক আরবিটার প্রত্যাহারের নিয়ম সম্পর্কে বলেন, ‘রাউন্ড রবিন লিগে ৫০% শতাংশের বেশি খেলে ফেললে প্রত্যাহারে সমস্যা রয়েছে। কয়েক বছর জাতীয় দাবায় দুই-তিন রাউন্ড পর নিয়াজ প্রত্যাহার করেছিলেন। সুইস লিগে সব সময় প্রত্যাহার করা যায়।’ 

এজেড