বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আজকের (১১ মে) সন্ধ্যা বেশ আলোকিত। আন্তর্জাতিক টুর্নামেন্ট উপলক্ষ্যে হ্যান্ডবল ফেডারেশন স্টেডিয়াম চত্বরে আলোকসজ্জায় সাজিয়েছে। চার দেশের অংশগ্রহণে শনিবার (১৩ মে) শুরু হচ্ছে বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি নারী (ইয়ুথ ও জুনিয়র) টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও মালদ্বীপ খেলবে এই প্রতিযোগিতায়।

পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টের জুনিয়র (অ-১৯) ও  ইয়ুথ (অ-১৭) দুই বিভাগে এই চার দেশের আটটি দল খেলবে। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বলেন, ‘বিশ্বের ৪৭টি দেশে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে টুর্নামেন্টটি দেখা যাবে।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জুনিয়র দলের কোচ ও সাবেক খেলোয়াড় ডালিয়া আক্তার বলেন, ‘টুর্নামেন্টে আমরা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করব। টুর্নামেন্ট সামনে রেখে আমরা এক মাসের মতো প্রস্তুতি নিয়েছি। রমজানেও দু’বেলার অনুশীলন হয়েছে সমানতালে। শুধুমাত্র ঈদের দিন ট্রেনিং বন্ধ ছিল। স্বল্প সময়ের মধ্যে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। দলের সবাই তরুণ খেলোয়াড়। অধিকাংশের বয়সই ১৩/১৪ বছর।’

হ্যান্ডবল টুর্নামেন্ট উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ইয়ুথ হ্যান্ডবল টিমের কোচ আমজাদ হোসেন বলেন, আমরা ৪৮ জন খেলোয়াড় নিয়ে ট্রেনিং শুরু করি। পরে সেটা ৪০ জনে নেমে আসে। সেখান থেকে ১৪ জনের চূড়ান্ত দল নিয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছি আমরা। জুনিয়র টিমের মতো ইয়ুথ টিমেরও প্রস্তুতি-অনুশীলন একই রকম হয়েছে। আমরাও টুর্নামেন্টে সর্বোচ্চ ভালো করার চেষ্টা করব।’

শহীদ এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টে শক্তিশালী দল ভারত। তবে ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম, কো-চেয়ারম্যান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ও টুর্নামেন্টের মিডিয়া কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

এজেড/এএইচএস