ছবি: সংগৃহীত

মালয়েশিয়া গলফ জুনিয়র এ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছেন। প্রতিনিধি দলটি আজ (৩০ মে ২০২৩) ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ গলফ ফেডারেশন পরিদর্শন করেছে।

বাংলাদেশ গলফ ফেডারেশনের চীফ কো-অর্ডিনেটর লেফটেন্যান্ট কর্ণেল আহসান আজিজ (অবঃ) প্রতিনিধি দলকে ফেডারেশনের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে ব্রীফ করেন। এরপর উভয় সংস্থার প্রতিনিধিদল এক বৈঠকে মিলিত হন।
 
এ বৈঠকে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট এবং পারস্পরিক সহযোগিতার বিষয়াদি নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ গলফ ফেডারেশন। ভবিষ্যতে বাংলাদেশ হতে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েদের গলফ খেলার এবং লেখাপড়া করার জন্য মালয়েশিয়ায় সুযোগ প্রদান করবে বলেও জানিয়েছে তারা।
 
দুই পক্ষের এমন ফলপ্রসু আলোচনায় প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।
 
এইচজেএস