জাতীয় সাঁতার ক্যাম্প শুরু হয়েছে গতকাল থেকে। ২৫ জন সাঁতারুকে অনুশীলন করানোর দায়িত্বে রয়েছেন পাঁচ জন কোচ। এই কোচের তালিকায় এবার নতুন মুখ দুই জাতীয় সাতারু মাহফুজা খাতুন শিলা ও অনীক।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অন্যতম জনপ্রিয় তারকা সাতারু শিলা। ২০১৬ সালে এসএ গেমসে তিনি রেকর্ডগড়া দুটি স্বর্ণ জেতেন। প্রায় দেড়যুগ দেশের হয়ে পুলে লড়েছেন। এবার লড়ছেন পুলের পাশে। নৌবাহিনীর কোচিংয়ের সঙ্গে যুক্ত হয়েছেন প্রায় বছর দুয়েক হয়েছে। কোচ হিসেবে এবার জাতীয় দলেও যাত্রা শুরু করেছেন শিলা। 

জাতীয় দলে কোচিং করানোর সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত দেশের এই স্বর্ণজয়ী সাতারু, ‘দীর্ঘদিন দেশকে প্রতিনিধিত্ব করেছি। এবার ভিন্নভাবে করার সুযোগ পেলাম। জাতীয় দলে কাজ করার মর্যাদাই ভিন্ন। আমার অভিজ্ঞতা ও জ্ঞান সবটুকুই উজাড় করে দেব।’

এত দ্রুত জাতীয় দলে কাজের সুযোগ পেয়ে ফেডারেশনকে ধন্যবাদ জানালেন শিলা, ‘আমাকে জাতীয় দলের কোচিংয়ে সুযোগ দেওয়ায় ফেডারেশনকে ধন্যবাদ জানাই। এতে আমার কাজের স্পৃহা আরও বাড়বে।’

শিলার কোচিংয়ে আসাকে সাধুবাদ জানিয়েছেন ফেডারেশনের সহ-সভাপতি ও সিনিয়র কোচ হামিদ, ‘শিলা ও অনীকের মতো সাঁতারু কোচিংয়ে আসছে, এটা আমাদের জন্য দারুণ ব্যাপার। তারা এখন আমার ও মাহবুব ভাইয়ের নির্দেশনায় কাজ করছে। খুব স্বল্প সময়ের মধ্যে তারাও দক্ষ কোচ হয়ে উঠবে।’

গত বছর সাঁতার ফেডারেশন দীর্ঘমেয়াদী ক্যাম্প শুরু করেছিল। গ্যাস সংকটের জন্য নভেম্বর মাসে ওই ক্যাম্প বন্ধ রাখতে বাধ্য হয় তারা। গ্যাস সমস্যা সমাধান না হলেও আবার ক্যাম্প শুরু করেছে। এবারের ক্যাম্পে নারী-পুরুষ মিলিয়ে ২৫ সাঁতারুকে ডাকা হয়েছে। গতকাল ১২ জন সাঁতারু ক্যাম্পে যোগ দিয়েছেন। বাকিরা যোগ দেবেন ঈদের পর। 

গতকাল থেকে ক্যাম্প শুরু হলেও আনুষ্ঠানিকভাবে অনুশীলন হয়নি। গতকাল মধ্যরাতে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফের মা মৃত্যুবরণ করেন। সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক ছাড়াও এমবি সাইফ ক্রীড়াঙ্গনের অনেক সংস্থার সঙ্গে জড়িত। তাই তার মায়ের মৃত্যুতে ক্রীড়াঙ্গনের অনেক সংস্থা শোক প্রকাশ করেছে। এই শোকের জন্য গতকালের পরিবর্তে আজ থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু হয়েছে। 

এজেড/এএইচএস