ফাইভ নেশন্স বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে খেলতে আজ (মঙ্গলবার) মালদ্বীপ গিয়েছে বাংলাদেশ বাস্কেটবল দল। এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভুটান, নেপাল, পাকিস্তান ও স্বাগতিক মালদ্বীপ।

বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার বলেন, ‘এই টুর্নামেন্টে ভাল করাই আমাদের লক্ষ্য। দলে সবাই তরুণ। তবে দুজন সিনিয়র খেলোয়াড় রয়েছে। মূলত এখান থেকে নতুন দল গড়াই আমাদের প্রধান কাজ।’ 

এই টুর্নামেন্ট এসএ গেমসের প্রস্তুতির মঞ্চ। ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন , ‘সামনে সাউথ এশিয়ান গেমস রয়েছে। এখান থেকে বাছাই করে আমরা ভাল ও তরুণ একটি দল গড়তে চাই। যারা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে।’

আগামীকাল থেকে শুরু হবে এই প্রতিযোগিতার খেলা। ভালো ফলাফলের লক্ষ্য নিয়েই মালেতে গেছে বাংলাদেশ দল। 

এজেড/এফআই