টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অন্য সময়ের চেয়ে একটু ভিন্ন আবহ। জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশীপ শেষে মিস্টি বিতরণ হয়েছে। ফেডারেশনের মিষ্টি হলেও আরচ্যারদের রসিকতা , 'ভাই-ভাবীর মিষ্টি।' দেশের আরচ্যারির দুই বড় তারকা রোমান সানা ও দিয়া সিদ্দিকী বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। এ নিয়ে আরচ্যারি অঙ্গনে খেলোয়াড়, কোচ কর্মকর্তা সকল স্তরে খুনসুটি ও আলোচনা।  

আজ চ্যাম্পিয়নশীপের শেষ দিন স্বর্ণ-রৌপ্য ছাপিয়ে দিয়া-রোমান জুটি আলোচনায়। বিয়ের বিষয়টি নিশ্চিত হওয়ায় এই চ্যাম্পিয়নশীপে অনেকটা নির্ভার ছিলেন দিয়া সিদ্দিকী, 'বিয়ে নিয়ে কোন চাপই নেই। এবার দুটি স্বর্ণ জিতলাম। আমার তো খুব ভালো লাগছে।' অন্য বিষয়ের মতো বিয়ে নিয়েও স্পষ্টবাদী দিয়া সিদ্দিকী, 'আমাদের নিয়ে কিছু কনফিউশন ছিল। বিয়ের মাধ্যমে সেই কনফিউশন দুর হচ্ছে।' 

দিয়া ও রোমানের মধ্যে পরিণয় ছিল বেশ কয়েক বছর ধরে। নিজেদের মন দেয়া-নেয়া শেষে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলছেন ৫ জুলাই। দিয়ার বাড়ি নীলফামারীতে ৫ জুলাই অনুষ্ঠান শেষে ৮ জুলাই রোমান সানার বাড়িতে অনুষ্ঠান। রোমান ও দিয়া দুই জনই দুই জনের বাড়িতে আরচ্যারি এবং ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গের দাওয়াত দিয়েছেন ও দোয়া চেয়েছেন, 'আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি।'

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক জীবনের জুটি গড়ার পর খেলার পারফরম্যান্সে ছেদ পড়েছে। নিজেদের ক্ষেত্রে এমন হবে না বললেন দুই জনই, 'আগে আমরা একে অন্যকে পেছন থেকে সহায়তা করতাম। এখন লাইফ পার্টনার হিসেবে দুই জন দুজনার পাশে থাকব। আমার দুই জনই একই ইভেন্ট খেলি ফলে আমাদের জন্য আরও সহায়ক হবে।'

দিয়া খেলার মতো পড়াশোনাতেও সফল। এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন। ইতোমধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবিশাল ক্যারিয়ার সামনে রেখে আগেই জীবনের আরেকটি ইনিংস শুরু করছেন দিয়া। পাশে দাড়িয়ে থাকা রোমানের খুনসুটি, 'আপনারা ক্রিকেটের সঙ্গে মিল রেখে ইনিংস বলছেন কেন? আরচ্যারিতে বলতে পারেন নতুন সেট শুরু করছি আমরা।' বয়সের হিসাবে দিয়া অনেক আগে বিয়ের পিড়িতে বসলেও রোমানের জন্য অবশ্য বেশ পরিণত বয়সই। তাই এখন নতুন সেট শুরু করার প্রকৃত সময় মনে করেন রোমান, 'আমার হয়তো আরো একটু আগে বিয়ে করা দরকার ছিল। তবে এখন হচ্ছে এটাও ভালো।'  

বাংলাদেশের আরচ্যারির দুই সেরা খেলোয়াড়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন জার্মান কোচ ফ্রেডরিক মার্টিন। তিনি দুই আরচ্যারের ভবিষ্যত পারফরম্যান্স নিয়ে বিচলিত নন, 'আমাদের অনেক আরচ্যারই বিয়ে করছে। বিয়ের পরও তারা ভালো করছে। বিশেষ করে ইতি দুর্দান্ত। রোমান-দিয়াও ভালো করবে।' 

ক্রীড়াঙ্গনে অনেক ডিসিপ্লিনেই ক্রীড়াবিদরা খেলা ছাপিয়ে বাস্তব জীবনেও জুটি গড়েছেন। আরচ্যারিতে এটি দ্বিতীয় জুটি। আগের জুটিটি রিকার্ভ-কম্পাউন্ড ইভেন্টের ছিল। এবার রিকার্ভ ইভেন্টের দু'জন বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন। 

এজেড/এইচজেএস