বাংলাদেশেও পালন বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস
ছবি: সংগৃহীত
সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। ১৯২৪ সালের এই দিনে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস)। এই দিনকে স্মরণ করে ১৯৯৫ সাল থেকে এআইপিএস-এর অধীনস্থ সকল সদস্য দেশগুলোত ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হয়।
বাংলাদেশে এআইপিএসের অধিভুক্ত সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। আজ রাতে বিএসপিএ কার্যালয়ে কেক কেটে পালন করা হয় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। সাধারণ সম্পাদক সামন হোসেনের উপস্থিতিতে সহ-সভাপতি কাজী শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, কার্য নির্বাহী সদস্য তালহা বিন নজরুল, সাবেক সহ-সভাপতি সেলিম নজরুল হক, সিনিয়র সদস্য স্বপন বসু, মাহবুবুর রহমানসহ আরও অনেক সদস্য উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
১৯৯৩ সালে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (তৎকালীন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি) বিশ্ব সংস্থা এআইপিএস-এর সদস্যপদ লাভ করে। এআইপিএস-এর অনুকরণে ১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে নানান কর্মসূচীর মাধ্যমে এই দিনটি পালন করে বিএসপিএ।
এজেড/এইচজেএস
বিজ্ঞাপন