ফাইল ছবি

ব্রায়ান লারার দেশ ত্রিনিদাদ এন্ড টোবাগোতে চলছে ইয়ুথ কমনওয়েলথ গেমস। বাংলাদেশ এই গেমসে অ্যাথলেটিক্স ও সাতারে অংশগ্রহণ করছে। দুই ডিসিপ্লিনেই দুই জন করে খেলোয়াড় দেশের প্রতিনিধিত্ব করছেন। আজ অ্যাথলেটিক্সে ১০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের স্প্রিন্টার আজমি খাতুন। 

ত্রিনিদাদ এন্ড টোবাগো থেকে অ্যাথলেটিক্স দলের ম্যানেজার শর্মিষ্ঠা রায় জানান, 'আজমি ১৩.৩২ সেকেন্ড টাইমিং নিয়ে সেমিফাইনালে উঠেছে। তার হিটে সে তৃতীয় হয়েছে। আজই স্থানীয় সময় বিকেলে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।’ আজমির পরপরই মাসুম মোস্তফার ১০০ মিটার স্প্রিন্ট ছিল। তিনি অবশ্য সেমিফাইনালে উঠতে পারেননি।  

গতকাল ৫০ মিটার ব্যাকস্ট্রোকে অংশ নিয়েছিলেন আমিরুল ইসলাম জয়। দেশে যুব পর্যায়ের তুলনায় গতকালের টাইমিংয়ে উন্নতি ছিল তার। চার জন ক্রীড়াবিদ মোট সাতটি ইভেন্টে অংশগ্রহণ করছেন। অ্যাথলেটিক্সে ম্যানেজার হিসেবে রয়েছেন ফেডারেশনের সদস্য শর্মিষ্ঠা রায়, সাতারের টিম অফিসিয়াল ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ আর দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সামছ এ খান।

এজেড/এইচজেএস