ছবি: সংগৃহীত

সম্প্রতি এশিয়ান পর্যায়ে বাংলাদেশ স্কোয়াশে পদক এনেছে। এই সুখস্মৃতির মধ্যেই বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন জাতীয় প্রতিযোগিতার আয়োজন করছে। 

রেকর্ড সংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণে আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে শুরু হয়েছে উর্মি গ্রুপ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা। ১৪৫ জন খেলোয়াড় লড়ছেন আটটি গ্রুপে শিরোপার জন্য। ইভেন্টগুলো হলো- উন্মুক্ত (পুরুষ), উন্মুক্ত (মেম্বার) এবং ৯ বছরের নীচে, ১০-১১ বছর, ১২-১৩ বছর, ১৪-১৫ বছর, ১৬-১৭ বছর এবং ১৮-১৯ বছরের ছেলে ও মেয়েদের পৃথক পৃথক গ্রুপ।

ফেডারেশনের সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। এসময় তিনি ১১ জন প্রতিভাবান মেয়ে স্কোয়াশ খেলোয়াড়দের মধ্যে ফেডারেশন কর্তৃক প্রবর্তিত ‘স্কোয়াশ ও পড়ালেখা’ বৃত্তির টাকা হস্তান্তর করেন।

এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম এবং উর্মী গ্রুপের পরিচালক ফায়েজ রহমান উপস্থিত ছিলেন। ৯ সেপ্টেম্বর জাতীয় প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

এজেড/এইচজেএস