১০ মিটার এয়ার পিস্তলে ব্যর্থ হয়েছিলেন এসএ গেমসের স্বর্ণজয়ী শ্যুটার শাকিল আহমেদ। নিজের সেরা ইভেন্টে ব্রোঞ্জ জিতলেও ৫০ মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জিতেছেন শাকিল। ৫১৬ স্কোর নিয়ে আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনকে স্বর্ণপদক এনে দিয়েছেন শাকিল। ৫০৪ নিয়ে আনোয়ার ঘাটাইল সেনা শ্যুটিং ক্লাবকে রৌপ্য এনে দেন তিনি। সাভার সেনা শ্যুটিং ক্লাবের আব্দুর রাজ্জাক ব্রোঞ্জ জেতেন ৫০১ পয়েন্ট নিয়ে।

৫০ মিটারে স্বর্ণ জিতলেও ১০ মিটার নিয়ে কিছুটা আফসোস রয়ে গেছে শাকিলের, ‘১০ মিটার এয়ার পিস্তলে বাছাই ও চূড়ান্ত একবারেই হয়েছে। বাছাইয়ে তৃতীয় হওয়ায় ব্রোঞ্জ দিয়ে দিয়েছে। কোয়ালিফাইং আলাদা রাউন্ড হলেও সেখানেও স্বর্ণ জেতার আশা ছিল।’

সরকার ৫ এপ্রিল (সোমবার) থেকে চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। এজন্য শ্যুটিং ফেডারেশন তড়িঘড়ি করে ইভেন্ট শেষ করেছে। জাতীয় স্বার্থের জন্য নিজের স্বর্ণ মিসকে বড় করে দেখছেন না শাকিল, ‘ঢাকার বাইরে থেকে অনেক খেলোয়াড়, কর্মকর্তা, এসেছিলেন। তাদের বাড়ি ফেরার একটা বিষয় ছিল। স্বাভাবিক নিয়মে খেলা হলে সেটা আরও দীর্ঘায়িত হতো। সামগ্রিকভাবে ফেডারেশন যেটা করেছে ঠিকই করেছে।’  

শাকিলের ইভেন্ট তড়িঘড়ি করে হলেও এয়ার রাইফেলে আব্দুল্লাহ হেল বাকীর ইভেন্টটি ছিল স্বাভাবিক নিয়মেই। তার ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জেতেন। বাকী সেই আক্ষেপ ঘুচিয়েছেন ৫০ মিটার রাইফেল (৩*৪০) ইভেন্টে। ১১৩৩ স্কোর গড়ে নেভী শ্যুটিং ক্লাবকে স্বর্ণ এনে দেন আব্দুল্লাহ হেল বাকী। রবিউল ইসলাম ১১৩২ স্কোর নিয়ে নেভী শ্যুটিং ক্লাবের হয়ে রৌপ্যা জেতেন। চার স্কোর কম নিয়ে শোভন চৌধুরি চট্টগ্রাম রাইফেল ক্লাবকে ব্রোঞ্জ পদক এনে দেন। 

আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের শ্রেষ্ঠত্ব দিয়ে শেষ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের শ্যুটিং ডিসিপ্লিন। গেমসে শ্যুটিং ডিসিপ্লিনে ১৬ স্বর্ণসহ মোট ৪৮টি পদকের লড়াই ছিল। সেই লড়াইয়ে আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশন ৮ স্বর্ণ, ৫ রৌপ্য ও ৫ ব্রোঞ্জ নিয়ে মোট ১৮ পদক নিয়ে প্রথম হয়েছে। নেভী শ্যুটিং ক্লাব ৩ স্বর্ণ, ৪ রৌপ্য ও ৪ ব্রোঞ্জ সহ মোট ১১ পদক নিয়ে দ্বিতীয় স্থানে।

শ্যুটিংয়ের পদক তালিকা

সংস্থা                              স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশন     
নেভী শ্যুটিং ক্লাব  
বিকেএসপি শ্যুটিং ক্লাব      
কুষ্টিয়া রাইফেল ক্লাব 
চট্টগ্রাম রাইফেল ক্লাব 
আনসার এন্ড ভিডিপি শ্যূটিং ক্লাব 
গুলশান শ্যুটিং ক্লাব 
নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব
সাভার সেনা শ্যুটিং ক্লাব
ঘাটাইল সেনা শ্যুটিং ক্লাব
মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব চট্টগ্রাম  
দিনাজপুর রাইফেল ক্লাব  
কুমিল্লা রাইফেল ক্লাব 

    
এজেড/এটি