করোনা মহামারিরর মধ্যে শুরু হয় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস। তিনদিন যাওয়ার পর সরকার লকডাউন ঘোষণা করায় গেমস নিয়ে শঙ্কা তৈরি হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমসটি চালু রাখার অনুমতি দেওয়ার পর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তারা সফলভাবে শেষ করার জন্য রাত-দিন পরিশ্রম করতে থাকেন। এখনো পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে হচ্ছে বাংলাদেশ গেমস। 

বিভিন্ন ভেন্যুতে ছুটে চলা বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তায়কোয়ানদোর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে বিজয়ীদের গলায় পদক পরিয়ে দেওয়ার পর গেমস চালু রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান, ‘গেমস ইনশাআল্লাহ এখন অনেকটাই হয়ে গেছে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যার নেতৃত্বে এই গেমসটি হচ্ছে এবং উনি অনুমতি না দিলে আজকে এই গেমসটি হতোই না।’ 

 শাহেদ রেজা আরো জানান, ‘যেহেতু এই লকডাউনের মধ্যে গেমসটি সচল রাখার জন্য উনি নির্দেশ দিয়েছেন আমাদেরকে। এবং স্বাস্থ্যবিধি মেনেই যেন গেমসটি হয় সেটি উনি আমাদেরকে বলেছেন। উনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেই আঙ্গিকেই কিন্তু গেমস হচ্ছে। এই গেমসের মাধ্যমে সবচেয়ে বড় প্রাপ্তি হলো বাংলাদেশের সমস্ত ফেডারেশনগুলো থেকে নতুন মুখ এবং নতুন প্লেয়ার বেরিয়ে আসছে। এবং এদেরকে যদি সঠিকভাবে পরিচর্যা এবং প্রশিক্ষন দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন গেমসে এরাই নেতৃত্ব দিবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিওএর উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনুর,  তায়কোয়ানদো ফেডারেশনের সভাপতি এডভোকেট কাজী মোরশেদ হোসেন কামাল, সাধারন সম্পাদক মাহমুুুুদুল হাসান রানা এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মিজানুর রহমান শামীম। 

২০১৯ সালের ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ন এসেছিল তায়কোয়ানদো থেকে। সেই প্রসঙ্গ টেনে শাহেদ রেজা বলেন, ‘তায়কোয়ানদোর যে নেতৃত্ব এবং তাদের প্লেয়ারদের যে ডেডিকেশন এখানে কামাল ভাই, রানা আছে এদের নেতৃত্বে তায়কোয়ানদো কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। নেপালে কাঠমান্ডুতে প্রথম গোল্ডটা কিন্তু তায়কোয়ানদোর থেকে এসেছে। আমি চাই এটার ধারাবাহিকতা যেন থাকে এবং ভবিষ্যতে যে সমস্ত আন্তর্জাতিক গেমস হবে সেখানে তায়কোয়ানদো যেন নেপালের চেয়ে আরো বেশি আমাদেও দেশকে গোল্ড মেডেল দিতে পারে। আর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সবসময় তাদেরকে সহযোগিতা করবে।’

এখন যারা পদক জিতছেন তাদের বেশিরভাগই বাংলাদেশ যুব গেমস থেকে উঠে আসছে বলে জানান শাহেদ রেজা, ‘প্রতিযোগিতা সবসময় সিনিয়র, জুনিয়র ভালো-মন্দ নিয়েই হয়। এবং এই গেমসের মধ্য দিয়ে অনেক নতুন মুখ বেরিয়ে আসছে। এরাই কিন্তু ভবিষ্যতে বাংলাদেশকে আন্তর্জাতিক গেমসে নেতৃত্ব দিবে। এখন যে একটা পাইপলাইনের মধ্যে সমস্ত ফেডারেশন যে প্লেয়ার পাইছে, এরা কিন্তু ওঠে এসেছে যুব গেমস থেকে। যুব গেমস থেকে যারা বেরিয়ে এসেছে তারাই কিন্তু আজকে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছে।’

এজেড/টিআইএস