ক্রিকেট, ফুটবলের ভিড়ে বরাবরই চাপা পড়ে দেশের অ্যাথলেটিক্স। বহুমাত্রিক ক্রীড়ার এই ইভেন্ট নিয়ে সাড়া যেন একটু কমই থাকে। এরইমাঝে জানা গেল, আজ থেকে শুরু হতে যাওয়া জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় স্থগিত করেছে ফেডারেশন। ২৬ থেকে ২৮ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৭ তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। তবে মাত্র তিন দিন আগে প্রতিযোগিতা স্থগিত করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন,‘ অনিবার্যকারণবশত আমাদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করে জানানো হবে। ’ এই প্রতিযোগিতা ঘিরে অ্যাথলেটরা প্রস্তুতি নিয়েছিলেন। আকস্মিক এই সিদ্ধান্ত অ্যাথলেটদের জন্য বেশ কঠিন। তাই দ্রুততম সময়ের মধ্যেই প্রতিযোগিতা আয়োজনের কথা বললেন সাধারণ সম্পাদক, ‘খেলোয়াড়রা অনুশীলনের মধ্যে রয়েছে। তাদের পারফরম্যান্স বজায় রাখার জন্য আমরা দ্রুততম সময়ের মধ্যেই পুনরায় তারিখ ঘোষণা করব। ’ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ সম্ভাব্য সময় হিসেবে শোনা যাচ্ছে। 

এই সামার অ্যাথলেটিক্স বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আড়াই বছর পর আবার ক্রীড়াঙ্গনের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম খেলাধূলায় মুখরিত হতো। অ্যাথলেটিক্স স্থগিত হওয়ায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের সরবতা আবার বিলম্বে পরিণত হলো। এই সামার প্রতিযোগিতায় অবশ্য বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান অংশগ্রহণ করতেন না।

নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। বিশেষ করে ২৮ অক্টোবর দেশের দুই শীর্ষ রাজনৈতিক দলই কর্মসূচি ঘোষণা করেছে। ফুটবল ফেডারেশন স্বাধীনতা কাপের ঐ দিনের দুই ম্যাচই ঢাকার মধ্যে বসুন্ধরা কিংস অ্যারেনাতেই রেখেছে গোপালগঞ্জ কিংবা মুন্সিগঞ্জে না দিয়ে। 

এজেড/জেএ