প্রথমবারের মতো অনুষ্ঠিত নারী কাবাডি লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। আজ (মঙ্গলবার) ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে পুলিশ একটি লোনাসহ ২৮-১৬ পয়েন্টে বাংলাদেশ আনসারকে হারিয়ে শিরোপা জিতেছে। 

পরে শিরোপা জয়ের আনন্দে উৎসব করেছেন পুলিশ দলের মেয়েরা। বাদ্য-যন্ত্রের তালে নেচে-গেয়ে তারা উল্লাস করছেন। পুলিশকে চ্যাম্পিয়ন করেই শিলা কাবাডি থেকে অবসর নিয়েছেন। এর আগে আনসারের হয়ে খেলা শুরু করেছিলেন শিলা। ২০১৪ ইনচন এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। পুলিশের হয়ে প্রথম নারী কাবাডি লিগে শিরোপা জিতে শিলা বলেন, ‘নতুনদের জায়গা করে দিতেই আমি অবসর নিচ্ছি। আশাকরি নতুন খেলোয়াড়রা এশিয়ান গেমসে পদক পুনরুদ্ধার করবেন।’

সদ্য সমাপ্ত হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশকে সবচেয়ে হতাশা উপহার দিয়েছে কাবাডি। বিশেষ করে নারী কাবাডি দল নেপালের বিপক্ষে হেরে ব্রোঞ্জ হারিয়েছে। তাই গেমস শেষে নারী কাবাডি নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেছে ফেডারেশন। প্রথম নারী লিগেই এবার বিদেশি খেলোয়াড় খেলেছে। সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন পুলিশের ভারতীয় খেলোয়াড় সুরশ্রী পাকিরা, সেরা রেইডার স্বরস্বতি কুণ্ডু এবং সেরা ক্যাচার নির্বাচিত হন আনসারের স্মৃতি আক্তার। 

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাবাডি ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ডিএমপির উপ-পুলিশ কমিশনার ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সময় পুনাকের সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাহা চৌধুরী, কাবাডি ফেডারেশনের সাধারন সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. ওয়াজেদ শামসুন্নাহার, সিটি গ্রুপের পরিচালক মো. হাসান উপস্থিত ছিলেন। 

এজেড/এএইচএস