পঞ্চম হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং দ্বিতীয় শেখ কামাল যুব গেমসে স্বর্ণপদক জিতেছিলেন রংপুর রাইফেল ক্লাবের কৃতি শ্যুটার আব্দুস সোবহান। দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত। 

কিডনি রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল। আর্থিকভাবে অস্বচ্ছল সোবহানের পরিবারের জন্য এই ব্যয় বহন করাও খুব কষ্টসাধ্য ছিল। তবে সোবহানের পাশে আছে শ্যুটিং ফেডারেশন ও অলিম্পিক এসোসিয়েশন। 

অসুস্থ আব্দুস সোবহান উন্নত চিকিৎসার জন্য আজ (বুধবার) ভারতের দিল্লিতে অবস্থিত মারিংগো এশিয়ান হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন। পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ শ্যুটিং ফেডারেশন। সোবহানের সহযোগী হিসেবে ফেডারেশন ও রংপুর রাইফেল ক্লাবের দুজন প্রতিনিধি ভারতে গিয়েছেন।

ক্রিকেট ছাড়া অন্য খেলার খেলোয়াড়রা চিকিৎসার জন্য ফেডারেশনকে খুব বেশি পাশে পান না। শুটিং ফেডারেশন এক্ষেত্রে নিজেদের একটু এগিয়ে রাখল। 

এজেড/এএইচএস