অ্যাকোয়া পেইন্টস ও এলিট স্টিল বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতার খেলা আজ (বুধবার) থেকে শুরু হয়েছে। আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে ৯০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে চূড়ান্ত পর্বের প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের মধ্যে রয়েছেন ৬০ জন পুরুষ ও ৩০ জন মেয়ে।

এর আগে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও আরচারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মো. মাঈনুল হোসেন। এ সময় অ্যাকোয়া পেইন্টস ও এলিট স্টিলের পরিচালক সায়ান সিরাজ ও ফেডারেশনের সাধারন সম্পাদক ব্রি. জেনারেল জিএম কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

বিজয় দিবস উপলক্ষে দুই শীর্ষ ক্রীড়া সংস্থা ক্রিকেট ও ফুটবল ফেডারেশন প্রীতি ম্যাচের আয়োজন করেছে। অবশ্য টুর্নামেন্ট আয়োজন করেছে হ্যান্ডবল, টেনিসসহ কয়েকটি ফেডারেশন। আগামীকাল থেকে বিজয় দিবস জিমন্যাস্টিকসও হওয়ার কথা রয়েছে। 

এজেড/এএইচএস