এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে গতকাল পিস্তল এককে হতাশাজনক স্কোর করেছিলেন বাংলাদেশের তিন শ্যুটার। আজ (মঙ্গলবার) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান এয়ারগান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে মিশ্র ইভেন্টেও সুখকর কিছু হয়নি। 

১০ মিটার এয়ার পিস্তলের জুনিয়র মিশ্র দ্বৈতে হতাশ করেছেন লাল-সবুজের শ্যুটাররা। আনজিলা আমজাদ ও পিয়াস হোসেনের জুটি ২৪ দলের মধ্যে ২৪তম হয়েছে। আনজিলার ২৭৩ ও পিয়াসের স্কোর ছিল ২৭৪। যা ইভেন্টের সর্বনিন্ম স্কোর। 

১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দ্বৈতে শায়রা আরেফিন ও রবিউল ইসলাম জুটি ৬২৫.৩ স্কোর করে ৩০ দলের মধ্যে ১৪তম এবং জাফিরা চৌধুরী ও অর্নব শারার জুটি ৬২০.৩ স্কোর করে ২২তম হয়েছে। 

আগামীকাল রাইফেল একক ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। এই ইভেন্টেই বাংলাদেশের খানিকটা আশা রয়েছে। 

এজেড/এএইচএস