প্রথমবার ফেডারেশন দর্শনে মুগ্ধ পাপন
নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন প্রায় এক মাস। ইতোমধ্যে বেশ কয়েকটি ফেডারেশনের সঙ্গে বৈঠক করেছেন ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ ব্যক্তি। ফেডারেশনের সঙ্গে সভা করলেও কোনো ফেডারেশন পরিদর্শন করলেন আজই প্রথম।
বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত ২৭ তম আন্ত ক্লাব প্রতিযোগিতায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসেছিলেন নতুন ক্রীড়া মন্ত্রী। পুরস্কার প্রদানের পাশাপাশি গুলশান শুটিং রেঞ্জ ও ফেডারেশন ঘুরে দেখেছেন। রেঞ্জে এয়ার রাইফেল হাতে নিশানা ঠিককরে টিগারও চেপেছেন পাপন। শুটিং ফেডারেশন পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করলেন নতুন ক্রীড়া মন্ত্রী, 'তাদের আয়োজন ও ব্যবস্থাপনা বেশ বেশ সুন্দর ও পরিপাটি।'
বিজ্ঞাপন
আন্তর্জাতিক অঙ্গনে শুটিং নিয়মিত পদক আনে। শুটিংকে ঘিরে বড় লক্ষ্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনের। সেটা জানা নতুন ক্রীড়া মন্ত্রীরও, 'শুটিং আন্তর্জাতিক অঙ্গনে আরো ভালো করতে চায়৷ এজন্য আমরা প্রয়োজনীয় সহায়তা প্রদান করব।' কয়েক দিন আগে জাতীয় ক্রীড়া পরিষদে আনুষ্ঠানিক সভায় শুটিং ফেডারেশন নতুন কমপ্লেক্স চেয়েছিল। এই প্রসঙ্গটি এসেছে আজও, 'বর্তমান যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করব। প্রয়োজনে পৃষ্ঠপোষকতা দিয়ে সহায়তাও করা যাবে। নতুন কমপ্লেক্সের বিষয়টি বেশ বড়।'
শুটিং ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেন, 'আমরা আশাবাদী সরকার ও ক্রীড়া মন্ত্রণালয় শুটিং উন্নয়নে সহায়তা করবে। আমরাও আমাদের দায়িত্ব সুচারুরুপে পালনে সচেষ্ট হব।'
বিজ্ঞাপন
৬ দিনব্যাপী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন মন্ত্রী। আসরে বগুড়া সেনা শুটিং ক্লাব রানারআপ আর চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি।
এজেড/এইচজেএস