স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন একদিনের একটি প্রতিযোগিতা আয়োজন করে। রিকার্ভ ও কম্পাউন্ড উভয় বিভাগে শুধুমাত্র ব্যক্তিগত ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়েছে।

দেশ সেরা আরচ্যার রোমান সানা অবসর ঘোষণা দেয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। রিকার্ভ পুরুষ এককে পদকের লড়াইয়ে থাকতে পারেননি তিনি। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেও তিনি বাংলাদেশ আনসারের হয়ে জাতীয় পর্যায়ের খেলবেন৷ রিকার্ভ এককে প্রথম হয়েছেন তামিমুল ইসলাম।

রোমানের ব্যর্থতার দিনে সফল হয়েছেন দিয়া। রিকার্ভ নারী ইভেন্টে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন৷ ফাইনালে তিনি জ্যোতি রানীকে সরাসরি ৬-০ সেটে পরাজিত করেন।

কম্পাউন্ড নারী ও পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন সোহেল রানা ও পুষ্পিতা জামান। ৪ ইভেন্টে মোট ১২ পদকের মধ্যে চারটি পদক জিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ আরচ্যারি ক্লাব। দিয়া ও রোমানের আনসার ২ পদক নিয়ে দ্বিতীয় স্থানে।

এজেড/এইচজেএস